দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেন তাসকিন

ছবি:

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি থেকে সেরে উঠে জাতীয় দলে জায়গা করে নিতে মরিয়া ছিলেন তিনি।
আর জাতীয় ফেরার আগে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন এই ডানহাতি পেসার। সেখানে পারফর্ম করেই আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য ছিল তার।
কিন্তু ভাগ্য সহায় হয়নি এই ডানহাতি পেসারের। সিরিজের প্রথম তিন ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। এমনকি শোনা যাচ্ছিল দেশেও ফিরে আসতে হতে পারে তাকে।

কিন্তু বুধবার আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে টাইগার একাদশে আছেন তিনি। এই নিয়ে দীর্ঘদিন পর মাঠে নামলেন এই টাইগার পেসার। এই নিয়ে প্রায় চার মাস পর মাঠে নামলেন তাসকিন।
চলতি বছর ঢাকা প্রিমিয়ার লীগে সর্বোশেষ আবাহনীর হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর পিঠের চোটের কারণে প্রায় মাস দুইয়েক বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে।
এরপর ইনজুরি কাটিয়ে ফিরলেও অনুশীলনের সময় আঙ্গুলে চোট পান এই পেসার। যেকারণে আবারও তাকে মাঠের বাইরে বসে থাকতে হয়।
সব মিলিয়ে 'এ' দলের হয়ে এই ম্যাচে অবশ্যই ভালো করতে চাইবেন তাসকিন। কারণ জাতীয় দলে ফিরে আসার জন্য তাকে পারফর্ম করতেই হবে। এখন দেখার বিষয় বল হাতে কেমন পারফর্ম করেন তিনি।