আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন হাফিজ?

মোহাম্মদ হাফিজ
promotional_ad

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করার পর, সিনিয়র পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ অবসর গ্রহণের কথা জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, এই ব্যাটিং অলরাউন্ডার অবমাননার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।


৩৭ বছর বয়সী হাফিজ বেশ কিছুদিন ধরে পিসিবি'র শীর্ষস্থানীয় খেলোয়াড় ক্যাটাগরির মধ্যে একজন। কিন্তু সম্প্রতি পিসিবি তাদের নতুন চুক্তিতে হাফিজকে 'এ' বিভাগ থেকে' বি' তে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। আর হাফিজের স্থানে তারা বাবর আজমকে অন্তর্ভুক্ত করে।


promotional_ad

এখানেই মূল আপত্তি ২০০৩ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া হাফিজের। পাকিস্তানের স্থানীয় এক সংবাদ মাধ্যমের সূত্র মতে জানা গেছে, বোর্ডের এমন সিদ্ধান্তে খুবই হতাশ হয়েছেন এই ক্রিকেটার। এমনকি পিসিবির এই বৈষম্যমূলক আচরণের কারণে নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।


সূত্র মতে, ৫০ টেস্ট, ২০০ ওয়ানডে ও ৮৩টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার নতুন চুক্তির ওপর বেশ অনিচ্ছা প্রকাশ করেছেন। এই কারণে তাঁকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডে খেলার জন্য ডাকা হলে রাজি হননি তিনি।


উল্লেখ্য সোমবার পিসিবি আসন্ন বছরের জন্য পাঁচ ক্যাটাগরিতে মোট ৩৩ খেলোয়াড় অন্তর্ভুক্ত করে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। এখানে জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ইয়াসির শাহ ও বাবর আজম অন্তর্ভুক্ত আছেন। তবে ডোপ টেস্টে নিষিদ্ধ ওপেনার আহমেদ শেহজাদ কে কোন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball