রনিকে শাস্তি দিল আইসিসি

ছবি:

জাতীয় দলের সঙ্গে নিয়মিত থাকলেও বিগত কয়েক ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল পেসার আবু হায়দার রনিকে। কিন্তু রবিবার উইন্ডিজদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।
আর সুযোগ পেয়ে সেটাকে দারুনভাবে কাজে লাগিয়েছেন তিনি। নজরকাড়া বোলিং করে টাইগারদের জয়ে বড় অবদান রেখেছেন রনি। তবে দুর্দান্ত বোলিং করার দিনেও খারাপ খবর শুনতে হয়েছে তাকে।
ম্যাচ চলাকালীকন সময়ে অখেলোয়াড় সুলভ আচরণ করায় রনি’কে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উইন্ডিজ ইনিংসের ১৪তম ওভারে আম্পায়ার একবার সতর্ক করার পরও একই কান্ড ঘটানোর কারণে তাকে জরিমানা করে আইসিসি।

জরিমানার পাশাপাশি এর জন্য তার নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে তরুণ বাঁহাতি এ পেসারের বিপক্ষে ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা আচরণবিধি ভাঙ্গার অভিযোগ আনলে রনি সেটা মেনে নেওয়ায় কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কোড অব কন্ডাক্টের ২.১৪ ধারা ভঙ্গের ফলেই রনিকে ভোগ করতে এ সাজা। প্রসঙ্গত, দুই অন-ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার ও জোয়েল উইলসন, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট চতুর্থ আম্পায়ার নাইজেল ডুগাইডের সম্মতিতে ঘোষণা করা হয় এ সাজা।
আইসিসির গাইডলাইন অনুযায়ী ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে উক্ত ক্রিকেটার নিষিদ্ধ হবেন। তাই এখন থেকে সাবধানেই থাকতে হবে এই বাঁহাতি পেসারকে।