আমরা বিশ্বের যে কোন দলকে হারাতে পারিঃ তামিম

ছবি: তামিম ইকবাল

খেলায় প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ঠিক ভাবে বুঝে তার সঠিক প্রয়োগ করতে পারলে বিশ্বের যে কোন দলকেই হারানো সম্ভব। বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল অন্তত এমনটাই মনে করছেন।
ওয়ানডের তুলনায় টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ কিছুটা দুর্বল। তবে এতটাও নয় যে, কোন দলকে হারিয়ে জয়ের স্বাদ নেয়ার সামর্থ্য তাদের নেই। আর আজই বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের সক্ষমতাকে প্রমাণ করেছে টাইগাররা।
আর এই ফরম্যাটের বিশ্ব সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন তামিম। ফর্মের তুঙ্গে থাকা তামিমের কাছে সামনের ম্যাচটি আরও বেশি গুরুত্বপূর্ণ। সিরিজ নির্ধারিত ম্যাচটিকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন দেশের নির্ভরযোগ্য এই ওপেনার।

তবে এর জন্য শুধু তিনি একা নন, দলের সবাইকেই নিজ দায়িত্ব বুঝে সে অনুযায়ী কাজ করতে হবে। ম্যাচ শেষে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিমত প্রকাশ করে তিনি বলেন,
'কোনও সন্দেহ নেই, টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের সেরা দল। এই ম্যাচ জিতে তাদের চেয়ে আমাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেশি থাকবে। ক্রিকেট খেলাটা এমনই। তবে সামনের ম্যাচটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ম্যাচ। আমাদের দলে যার যার দায়িত্বটুকু ঠিক ভাবে পালন করলে, আমরা বিশ্বের যে কোন দলকে হারাতে পারি।’
জানিয়ে রাখা ভালো, আগামীকাল ভোর সাড়ে ছয়টায় সিরিজ জয়ের লক্ষ্যে টি-টুয়েন্টি ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের বাংলাদেশ। জয়ের এ ধারা শেষ ম্যাচেও বজায় থাকুক এমনটাই প্রত্যাশা সবার।