ম্যাচ পূর্বক মিটিং সবাইকে চাঙ্গা করেছেঃ সাকিব

ছবি:

ফ্লোরিডায় ভিন্ন বাংলাদেশকে দেখলো ক্রিকেট বিশ্ব। প্রথম টি-টুয়েন্টির তুলনায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্সের পার্থক্যটা আকাশ পাতাল। দলীয় পারফর্মেন্সের সুবাদে সিরিজে ফিরতে সক্ষম হয়েছে সাকিবরা।
এদিন ক্যারিবিয়ানদের ১২ রানে হারায় সাকিব আল হাসানের দল। আর ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম করার পাশাপাশি বল হাতেও উজ্জ্বল ছিলেন টাইগার ক্রিকেটাররা। সব মিলিয়ে দলগত পারফর্মেন্সের সুবাদে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এর আগের পাঁচ টি-টুয়েন্টি ম্যাচে পরাজয়ের মুখ দেখা বাংলাদেশ ফ্লোরিডায় এসে জয়ের ধারায় ফিরেছে। আর ম্যাচ জয়ের জন্য পুরো কৃতিত্বটা দলকে নিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, প্রথম ম্যাচে বাজে পারফর্ম করার পর তারা সবাই একত্রে বসেছিলেন নিজেদের ভুলগুলো খুঁজে বের করতে। দলগত ভাবে একসাথে কাজ করেছেন বিধায় এই ম্যাচে জিতেছে তার দল।
এছাড়াও তার দলের সকল ক্রিকেটারের বিশ্বাস ছিল যে উইন্ডিজদের টি-টুয়েন্টি ফরম্যাটেও হারাতে পারবে তারা। আর দর্শকদের সাপোর্টকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন,
'গত ম্যাচের পর আমরা সবাই একসাথে বসে কথা বলেছি আর আমাদের বিশ্বাস ছিল যে আমরা এই ফরম্যাটে উইন্ডিজদের হারাতে পারবো। এছাড়াও দর্শকদের সমর্থন অনেক বড় ভুমিকা রেখেছে, মনে হচ্ছিল নিজ দেশেই খেলছি।
আশা করছি পরের ম্যাচেও তাদের থেকে এমন ধরনের সমর্থন পাব। দলের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। এক কথায় বলতে গেলে দলগত পারফর্মেন্সের কারণেই জিততে সক্ষম হয়েছি আমরা।'