ফ্লোরিডায় সিরিজ সমতার লক্ষ্যে টাইগাররা

ছবি: বাংলাদেশ দল

সেন্ট কিটসের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রবিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন এই কন্ডিশনে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ সমতায় আনতে মুখিয়ে থাকবে টাইগাররা।
কেননা সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিলেন সাকিব, তামিমরা। যার ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেই আগামী কাল মাঠে নামবে বাংলাদেশ।
সেন্ট কিটসে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল উইন্ডিজ। কারণ বাংলাদেশকে শুরুতেই চেপে ধরার যে পরিকল্পনা করছিল তা সফলভাবেই বাস্তবায়ন করতে পেরেছিল তারা।
যার ফলে টাইগারদের ২০ ওভারে ১৪৯ রানে আটকে দেয় স্বাগতিকরা। স্বল্প এই লক্ষ্য বৃষ্টির কারণে আরও সহজ হয়ে যায় স্বাগতিকদের জন্য। ১১ ওভারে ৯১ রানের লক্ষ্যে পোঁছাতে শুরুতে হোঁচট খেলেও আন্দ্রে রাসেল এবং মারলন স্যামুয়েলসের ব্যাটিং নৈপুণ্যে জয়ের প্রান্তে পৌঁছে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে ফ্লোরিডার নতুন এই কন্ডিশনে টাইগাররা কেমন খেলবে এখনও বোঝার কোন উপায় নেই। কারণ মাত্র ছয়টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হওয়া এই মাঠে এর আগে কখনও খেলা হয়নি তামিম, মাহমুদুল্লাহদের।

আর এই মাঠে খেলার অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে থাকবে ক্যারিবিয়ানরা। কেননা ইতিমধ্যে চারটি ম্যাচ খেলা হয়ে গেছে তাদের। তবে ফ্লোরিডার এই মাঠে সিপিএল খেলার সুবাদে কিছুটা অভিজ্ঞতা রয়েছে টাইগার অধিনায়কের।
এদিকে টি টুয়েন্টি ফরম্যাটের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলকে প্রথম ম্যাচে বিশ্রাম দেয়া হলেও সিরিজ জয় পাকাপোক্ত করতে আগামী কালের ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তবা তাকে জায়গা দিতে সাইড বেঞ্চে বসতে হতে পারে আন্দ্রে ফ্লেচারকে।
অপরদিকে নতুন এই মাঠের জন্য হয়ত টাইগারদের একাদশেও কিছু পরিবর্তন আসতে পারে। কারণ সিরিজে ফিরে আসতে কোন না কোন পরিকল্পনার ছক অবশ্যই আঁকছেন টাইগাররা। সুতরাং বলার অপেক্ষা রাখে না, ফ্লোরিডার এই ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্ব বহন করছে।
বাংলাদেশ স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেল্ডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।