সিপিএল খেলার অনুমতি পেলেন আফ্রিদিরা

ছবি:

ক্রিকেটারদের আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই সিপিএলের এই আসরে খেলার জন্য কোন প্রকার বাঁধা থাকছে না পাকিস্তানি ১১ ক্রিকেটারের।
ছয়টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ৮ই আগস্ট থেকে শুরু হবে। ইতিমধ্যে ফ্র্যাঞ্জাইজিগুলো টি টুয়েন্টি ফরম্যাটের এক নম্বর দলের ক্রিকেটারদের তাদের দলে ভিড়িয়েছে। শুধুমাত্র সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের স্কোয়াডে কোন পাকিস্তানি খেলোয়াড়কে রাখা হয়নি।

এবারে আসরে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান এবং মুহাম্মদ ইরফান প্রতিনিধিত্ব করছেন বার্বাডোস ট্রাইডেন্টসের। আর অলরাউন্ডার শোয়েব মালিক এবং গত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সোহেল তানভীর খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।
জ্যামাইকা তালাওয়াজ দলে জায়গা পেয়েছেন পাকিস্তানি হার্ড হিটার ব্যাটসম্যান শহিদ আফ্রিদি এবং ইমাদ ওয়াসিম। পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড দলের তিন সতীর্থ মোহাম্মদ সামি, রুম্মান রাইস এবং হুসাইন তালাত রয়েছেন সেন্ট লুসিয়া স্টার্স দলে।
পাকিস্তানি তরুন লেগ স্পিনার শাদাব খানকে দলে রেখেছে গত আসরের শিরোপা জয়ী ত্রিনবাগো নাইট রাইডার্স। কুইন্স পার্ক ওভালে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট লুসিয়া স্টার্সের মধ্যকার ম্যাচ দিয়েই সিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উন্মোচিত হবে।