যে লজ্জার রেকর্ডে তামিম-সৌম্য ছাড়া কেউ নেই!

ছবি: তামিম ইকবাল

সেন্ট কিটসে ক্যারিবিয়ানদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। নির্ধারিত বিশ ওভার ব্যাট করে নয় উইকেটে বাংলাদেশ তুলতে পেরেছিলো মাত্র ১৪৩ রান।
পরবর্তীতে বৃষ্টি আইনে স্যামুয়েলস, রাসেলদের সামনে সেই লক্ষ্য কমে দাঁড়ায় ১১ ওভারে ৯১ তে। আর এই মামুলি লক্ষ্য মাত্র ৫৫ বলেই খুব সহজে টপকে যায় উইন্ডিজরা।
এই ম্যাচে টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। এরপর তার আমন্ত্রণে ব্যাটিং করতে নামেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সৌম্য সরকার।

কিন্তু মাঠে নেমেই স্পিনার অ্যাসলে নার্সের শিকার হন এই দুই ব্যাটসম্যান। নার্সের করা ইনিংসের প্রথম বলেই ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে শুন্য রানে স্ট্যাম্পিং হন তামিম ইকবাল।
এরই সাথে টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে ইনিংসের প্রথম বলেই স্ট্যাম্পিং হওয়ার লজ্জা নিয়ে মাঠ ছাড়লেন টাইগার ওপেনার। একই ওভারের চতুর্থ বলে নার্সের করা বলে সরাসরি বোল্ড হয়ে যান সৌম্য সরকারও।
রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। টি টুয়েন্টি ইতিহাসে একই ইনিংসে দুই ওপেনার শুন্য রানে আউট হওয়ার নজির এর আগে ছিলো না। এবার সেই লজ্জার নজীর স্থাপন করলো বাংলাদেশ। তাই বলা যায় শুধু হারই নয়, বরং বিব্রতকর একটি রেকর্ড পিছু নিল সাকিব বাহিনীর।