একজন রাসেলের অভাবে পুড়ছে বাংলাদেশ

ছবি:

ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল। পরবর্তীতে বৃষ্টি আঈনে আরও লক্ষ্য কমে আসে প্রতিপক্ষ উইন্ডিজদের জন্য।
আর সেই লক্ষ্য সহজেই পার করে যায় ক্রিস গেইল বিহীন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান হার্ড হিটার আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার বোলাররা।
এক কথায় তার সামনে পাত্তাই পায়নি কোন বোলার। আর রাসেলের ঝড়ে সহজ জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে এখন এগিয়ে কার্লোস ব্রাথওয়েটের দল।

এদিকে টাইগার কাপ্তান সাকিব আল হাসান মনে করেন বৃষ্টি আঈনে রান কমে যা দাঁড়িয়েছিল সেটা ডিফেন্ড করা অনেক কঠিন ছিল তার দলের বোলারদের জন্য।
সেই সঙ্গে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেও তুলে ধরেন তিনি। পাশাপাশি সাকিব মনে করেন বাংলাদেশ দলে রাসেলের মত পাওয়ার হিটারের অভাব রয়েছে। সাকিব জানান,
'এমন উইকেটে ৯২ রান ডিফেন্ড করাটা খুব কঠিন যদিনা আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারি। ১১ ওভারে ১০০ হলেও আমরা ৫ উইকেট হারিয়ে বসেছিলাম, আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা আসলে মুশকিল০।
যদি না আপনার দলে রাসেলের মত পাওয়ার হিটার থাকে, যে একাই ম্যাচের মোড় পাল্টে দিতে পারে। তাই আমাদের জন্য ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল বলতে গেলে।'