promotional_ad

তারপরও বাংলাদেশকে হালকা ভাবে নিতে নারাজ রাসেল

আন্দ্রে রাসেল
promotional_ad

দীর্ঘ দিন পর আবারও টি টুয়েন্টি ফরম্যাটে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হাউজ আন্দ্রে রাসেলকে। বাংলাদেশের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার।


ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ ওভারে ৯১ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে কিছুটা পিছিয়ে পড়লেও সেখান থেকে দলকে টেনে তোলেন আন্দ্রে রাসেল এবং মারলন স্যামুয়েলস।


সল্প এই টার্গেটে ৯.১ ওভারেই জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এ জয়ে ২১ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাসেল। তবে এর আগে এত উপরে ব্যাটিং করতে দেখা যায়নি উইন্ডিজ এই তারকাকে।


promotional_ad

দিবারাত্রির এ ম্যাচে নাইটওয়াচম্যান হিসেবে নাকি তাকে নামানো হয়েছে বলে জানিয়েছেন রাসেল। আর সীমিত ওভারের এই ফরম্যাটে ওপেনার হিসেবে খেলার ইচ্ছাও নাকি রয়েছে তার। ম্যাচ শেষে এ প্রসঙ্গে তিনি বলেন,


'নাইটওয়াচম্যানের ভূমিকায় খেলেছি সেটা অনেক দিন হয়ে গেছে। এটা অনেক বেশি দায়িত্বের কাজ এবং ভালো কাজও বটে। আমি সব সময় টি টুয়েন্টি ফরম্যাটে ওপেনার হিসেবে খেলতে চেয়েছি। নতুন বল মোকাবিলা করা এখন অনেক বড় চ্যালেঞ্জ।'


ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগাররা পাত্তা না পেলেও টাইগারদের শক্তিশালী দল হিসেবেই দেখছেন অলরাউন্ডার রাসেল। তবে সাকিব তামিমদের বিপক্ষে জয়ের এ ধারা সিরিজের শেষ পর্যন্ত ধরে রাখতে প্রত্যাশী তিনি। তাঁর ভাষায়,


'বাংলাদেশ ভালো দল। আমরা তাদেরকে হালকা ভাবে দেখছি না। আমরা জয়ের এ ধারা প্রতি খেলায় বয়ে নিতে চাই এবং ফ্লোরিডায় সিরিজটি ভালোভাবে শেষ করতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball