টপ অর্ডার ব্যাটসম্যানদের দুষলেন সাকিব

ছবি:

ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ দল। আর সেই ফিরে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে উইন্ডিজদের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল।
কিন্তু টি-টুয়েন্টি ফরম্যাটে সেই চিরচেনা বাংলাদেশকেই দেখলো সেন্ট কিটসের দর্শকরা। ক্রিকেট বিশ্ব আগে থেকেই জানে ওয়ানডের চেয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে দুর্বল বাংলাদেশ।
আর প্রতিপক্ষ উইন্ডিজরা তো সফরকারীদের পাত্তাই দেয়নি। এদিন উইন্ডিজ বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।।
আর দ্রুত উইকেট হারানোকেই ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে টাইগার কাপ্তান কথা বলেছেন এসব নিয়েই। তিনি বলেন,

'আমরা শুরুতেই উইকেট হারিয়ে বসেছিলাম এছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তেও উইকেট ধরে রাখতে পারিনি। শুরুতে উইকেট হারালেও আমি আর লিটন মিলে হাল ধরেছিলাম, কিন্তু পর পর দুই বলে উইকেট ছুঁড়ে দেই।
এরপর রিয়াদ এবং মুশফিক মিলে হাল ধরলেও মুশফিকের বিদায়ের পর আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি। মমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হয়েছিলাম আমরা।'
এদিকে সাকিব আরও মনে করেন, টি-টুয়েন্টিতে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লে সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ না। আর উইন্ডিজদের অনেক টি-টুয়েন্টি স্পেশালিস্ট আছে যাদের থামাতে আরও উন্নতি প্রয়োজন টাইগারদের। সাকিবের ভাষায়,
'শুরুর ১০ ওভারে ৫ উইকেট হারিয়েছি আমরা। আর টি-টুয়েন???টি ম্যাচে শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে ফেললে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। তাদের দলে বেশ কয়েকজন টি-টুয়েন্টি স্পেসালিস্ট ব্যাটসম্যান রয়েছে।
তাদেরকে থামাতে হলে আমাদেরকে সেরাটাই দিতে হবে নিজেদের। এখনও দুটি ম্যাচ বাকি আছে, ভিন্ন ভেন্যুতে। এই ম্যাচ থেকে নিতিবাচকের চেয়ে ইতিবাচক অনেক কিছু শিখেছি আমরা।'