সেন্ট কিটসে পাত্তাই পেলনা সাকিবরা

ছবি:

বাংলাদেশ - ১৪৩/৯, ওভার- ২০
রিয়াদ ৩৫, লিটন ২৪
অ্যাসলে নার্স ২/৬, কিমো পোল ২/২৪, উইলিয়ামস ৪/২৮
উইন্ডিজ ৯৩/৩, ওভার ৯.১
রাসেল ৩৫*, পাওয়েল ১৫*
সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি স্বাগতিক উইন্ডিজরা। এদিন সফরকারী বাংলাদেশকে বৃষ্টি আইনে ১১ বল হাতে রেখে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা।
জয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে প্রথমে ১৪৪ রানের প্রয়োজন ছিল উইন্ডিজদের। কিন্তু বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতির কারণে ওভার কমিয়ে ১১ ওভারে রাসেল-লুইসদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯১ রানের।

আর সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দুই বারের টি-টুয়েন্টি চ্যাম্পিয়নরা। দলের পক্ষে ২১ বলে ৩৫ রান করে ক্রিজে অপরাজিত থাকেন হার্ড হিটার আন্দ্রে রাসেল।
বল হাতে অবশ্য বাংলাদেশের শুরুটা দারুন হয়েছে। মুস্তাফিজ তার প্রথম ওভারে কোন রান না দিয়েই দুই উইকেট শিকার করেছেন। দুই ওপেনার ফ্লেচার ও লুইসকে দ্রুত সাজঘরে ফেরান তিনি। কিন্তু ইনজুরি থেকে দলে ফেরা রাসেল ও স্যামুয়েলসের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত ম্যাচে ফিরে উইন্ডিজরা।
এছাড়াও রভম্যান পাওয়েল ১৫ এবং মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে আসে ২৬ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।
এদিকে এদিন প্রথমে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই ২ ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার ফিরে যান সাজঘরে।
এরপর লিটন দাস এবং অধিনায়ক সাকিব আল হাসান মিলে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন। কিন্তু দলীয় ৪৩ রানে দুজনই বিদায় নেন।
বিপদে পড়া বাংলাদেশকে সেখান থেকে কিছুটা হলেও টেনে তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। রিয়াদ ৩৫ রান করে বিদায় নিলে বাকিরাও একে একে উইকেট ছুঁড়ে দেন।
প্রথম টি-টুয়েন্টি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
রিয়াদ সহ সাকিব, মুশফিক ও লিটন দাস উইকেটে জমে আউট হয়েছেন। ২৭ বলে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইন্ডিজদের পক্ষে কেসরিক উইলিয়ামস একাই নেন ৪ উইকেট।
বাংলাদেশের একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ
আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, স্যামুয়েল বদ্রি, অ্যাসলে নার্স, আন্দ্রে রাসেল, কিমো পোল।