promotional_ad

সেন্ট কিটসে সাকিবদের সম্ভাব্য একাদশ

promotional_ad

উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে একাদশ সাজাতে গিয়ে বিপাকে পরতে পারে টাইগার টিম ম্যানেজম্যান্ট। কারণ সৌম্য সরকার এবং লিটন দাসের দুজনের একজনকে হয়তো বসতে হতে পারে একাদশের বাইরে।


সাকিব যেহেতু ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে বেশী বিশ্বাসী সেক্ষেত্রে সৌম্যের চেয়ে লিটনের একাদশে থাকার সম্ভাবনাই বেশী। এছাড়াও আফগানিস্তান সিরিজ এবং নিদাহাস ট্রফিতে তামিমের সঙ্গে জুটি বেঁধেছেন লিটন।


লিটন একাদশে থাকলে বেঞ্চে বসতে হতে পারে সৌম্যকে। ওয়ানডে সিরিজে তিন নম্বরে ব্যাট করলেও টি-টুয়েন্টি সিরিজে তিন নম্বরে দেখা নাও যেতে পারে দলপতি সাকিব আল হাসানকে। সেক্ষেত্রে তিনে দেখা যেতে পারে সাব্বির রহমানকে।


চার, পাঁচ এবং ছয় নম্বরে থাকছেন জথাক্রমে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং দলপতি সাকিব আল হাসান। বাড়তি বোলার নিয়ে নামার চিন্তা করলে আরিফুল হক ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে থাকছেন।


promotional_ad

স্পিন বোলারদের মধ্যে টি-টুয়েন্টির পারফর্মেন্সে মেহেদি হাসান মিরাজের চেয়ে এগিয়ে থাকবেন নাজমুল ইসলাম অপু। মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন দায়িত্ব সামাল দিবেন পেস বোলিং বিভাগের।


তৃতীয় পেসার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশী আবু জায়েদ রাহির। সব হিসেব ঠিক থাকলে ৭ ব্যাটসম্যান এবং ৪ বোলার নিয়েই মাঠে নামবে টাইগাররা।


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ


তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান/সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী। 


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ


কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেল্ডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball