'উইন্ডিজরা শক্তিশালী, তবে সিরিজ জয় সম্ভব'

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

ওয়ানডের তুলনায় টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ খানিকটা হলেও দুর্বল। আবার উইন্ডিজ শিবিরে রয়েছে উল্টো চিত্র। ওয়ানডের তুলনায় এই ফরম্যাটে তারা অনেক বেশী শক্তিশালী।
আর টি-টুয়েন্টি সিরিজে দুই বারের চ্যাম্পিয়নদের হারাতে হলে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। এমনটাই মনে করেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস।
উইন্ডিজ সফরে টেস্ট দলে জায়গা হয়নি বাঁহাতি এই ব্যাটসম্যানের। দলের বাইরে থেকে মিরপুরে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।

লক্ষ্য একটাই আবারও জাতীয় দলে ফিরে আসা। আর মঙ্গলবার অনুশীলনের এক ফাকে তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে। সেখানে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ নিয়ে দলের উপর তার প্রত্যাশা নিয়ে কথা বলেন ইমরুল। তার ভাষায়,
'ওয়ানডে সিরিজ জয়ের পর আমাদের দল এখন অনেক ভালো অবস্থায় আছে। টি-টুয়েন্টিতে অবশ্যই ভালো করবে। তিন ম্যাচের সিরিজ, আমরা যদি আমাদের মত খেলতে পারি... বিশেষ করে ওয়ানডেতে যেভাবে খেলেছি সেভাবে খেললে ভালো করতে পারব।'
এদিকে টি-টুয়েন্টি ফরম্যাটে উইন্ডিজরা অনেক শক্তিশালী। তবে নিজেদের পরিকল্পনা গুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে অবশ্যই তাদেরকে হারানো সম্ভব বলেও মনে করেন ইমরুল। তার ভাষায়,
'উইন্ডিজদের টি-টুয়েন্টি ফর্ম-- অবশ্যই এঈ ফরম্যাটে উইন্ডিজরা অনেক শক্তিশালী দল, এটা সবার জানা। আমার কাছে মনে হয় আমাদের বোলাররা যদি ঠিক মত বোলিং করতে পারে, যেটা শেষ ওয়ানডে ম্যাচে করেছে সেটা করতে পারলে ভালো হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে সিরিজ জেতা সম্ভব।'