বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজদের স্কোয়াড ঘোষণা

ছবি: উইন্ডিজ দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে ৩১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন এবং শেল্ডন কটরেল।
আর কারিবিওয়ানদের নেতৃত্ব দিবেন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট। অপরদিকে সিরিজটি থেকে বিশ্রাম দেয়া হয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইলকে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১৪২ রান করেছিলেন গেইল।
এদিকে গেইলকে বিশ্রাম দেয়া প্রসঙ্গে এবং কটরেলকে দলে রাখা প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন জানিয়েছেন মূলত বোলিংয়ের অনেক কৌশল জানা থাকায় করটেলকে সুযোগ দেয়া হয়েছে। ব্রাউন বলেন,
'আমরা ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছে এবং পরিবর্তে শেল্ডন কটরেলকে এনেছি বোলিংয়ে তাঁর নানা কৌশলের কারণে। যুক্তরাজ্যে যে দলটি খেলেছিলো সেই দলের আদলেই এই স্কোয়াড গঠন করা হয়েছে। মারলন স্যামুয়েলস, যে ওয়ানডে সিরিজ মিস করেছিলো হাঁটুর ইনজুরিতে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার জন্য, সে আবারো ফিরেছে টি টুয়েন্টিতে।'
উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ক্যারিবিয়ান দলে ছিলেন শেল্ডন কটরেল। আর চ্যাডউইক ওয়ালটন সর্বশেষ টি টুয়েন্টি খেলেছিলেন গ্লোবাল টি টুয়েন্টি লীগে ভ্যানকুভার নাইটসের হয়ে। সেই দলে ছিলেন কটরেলও।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-
১। কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক)

২। স্যামুয়েল বদ্রি
৩। শেল্ডন কটরেল
৪। আন্দ্রে ফ্লেচার
৫। এভিন লুইস
৬। অ্যাসলে নার্স
৭। কিমো পল
৮। রোভম্যান পাওয়েল
৯। দীনেশ রামদিন (উইকেটরক্ষক)
১০। আন্দ্রে রাসেল
১১। মারলন স্যামুয়েলস
১২। চ্যাডউইক ওয়ালটন
১৩। কেসরিক উইলিয়ামস