আত্মবিশ্বাসই এনে দিবে জয়

ছবি:

স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী হয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। আর এই আত্মবিশ্বাস থেকেই টি টুয়েন্টি সিরিজেও ভালো করবে তারা, এমনটাই বিশ্বাস করছেন বাংলাদেশের খ্যাতিমান কোচ সারওয়ার ইমরান।
শুধু তাই নয় টি টুয়েন্টি ফরম্যাটের জন্য বাংলাদেশে সাকিব, মুশফিকদের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। পাশাপাশি ছন্দে থাকা তামিম তো আছেনই। সুতরাং এ ব্যাটিং লাইন আপ নিয়ে যে কোন দলকে টি টুয়েন্টিতে হারানো সম্ভব বলে মনে করেন দেশের এই সেরা কোচ। এ প্রসঙ্গে তিনি সোমবার সংবাদিকদের বলেন,
'ওয়ানডে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমার মনে হয় টি-টুয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশ ভালো করবে। যদিও এটা ছোট সংস্করণের খেলা এবং পাওয়ার ক্রিকেট খেলতে হয়। আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে আমার মনে হয় টি-টুয়েন্টি সিরিজে ভালো করবো।'

এছাড়া সারোয়ার ইমরান মনে করেন, এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে উইন্ডিজ থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও তার কোন প্রভাব পড়বে না টাইগারদের উপর। কারণ তিনি বিশ্বাস করেন ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।
'এটা পরিসংখ্যান দেখে বলা সম্ভব না। নয় বছর পর আমরা বাইরে সিরিজ জিতেছি। সেই হিসেব করলে বলবো যে ১ নম্বর দলের সাথে যখন ৫ নম্বর দল খেলে যে কেউ জিততে পারে। আমরা ওদের সাথে যখন খেলবো জেতার পঞ্চাশ ভাগ সম্ভাবনা রয়েছে।'
একইসাথে টাইগারদের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিয়েও কথা বলেন সারওয়ার ইমরান। টি টুয়েন্টি ফরম্যাটের জন্য সাব্বিরকে উপযোগী মনে করছেন তিনি। কিন্তু অলরাউন্ডার আরিফুল ইসলামও রয়েছে তাঁর নজরে। সুযোগ পেলে আরিফুলও নিজেকে প্রমাণ করবে এমনটাই ধারণা দেশের নামকরা এই কোচের।
'সাব্বিরের মত হার্ড হিটার কমই আছে বাংলাদেশে। আরিফুল আছে কিন্তু সে সুযোগ পাচ্ছেনা। সে সুযোগ পেলে প্রমান করবে নিজেকে।'