জুনিয়রদের আড়াল করছেন টি-টুয়েন্টি দলপতি?

ছবি:

পঞ্চপান্ডপের হাত ধরেই উইন্ডিজদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সিনিয়ররা পারফর্ম করলেও ওয়ানডে সিরিজে জুনিয়ারদের পারফর্মেন্স নজরে আসেনি।
ওয়ানডে সিরিজের মত টেস্ট সিরিজেও ছিল একই হাল। তবে শুধু এই সিরিজেই নয় বিগত কয়েক সিরিজেই জুনিয়রদের কাছ থেকে আশানুরূপ পারফর্মন্স পাচ্ছেনা জাতীয় দল।
তবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন উইন্ডিজ সফরে এখন পর্যন্ত নিজেদেরকে প্রমান করার যথেষ্ট সুযোগ পায়নি সাব্বির-মোসাদ্দেকরা। সুযোগ পেলে হয়তো অবশ্যই তারা নিজেদেরকে প্রমান করে দেখাবেন।
ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে টাইগার শিবির। ১ তারিখ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের লড়াই।

আর টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামার আগে সোমবার প্রথম আলোর সাথে আলাপকালে এসব নিয়েই কথা বলেছেন টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। বলতে গেলে জুনিয়রদের আড়াল করছেন তিনি। সাকিবের ভাষায়,
‘সফরটা এখন পর্যন্ত ওদের ভালো যাইনি, সেটা বলব না। ওদের সুযোগও তেমন আসেনি। যতটুকু সুযোগ এসেছিল, তারা সেটি নিতে পারেনি। ছোট ছোট কিছু সুযোগে এসেছিল বলে সেটির ওপর ভিত্তি করে তাদের দোষ দেওয়াটা মনে করি না ঠিক বিষয়।’
এদিকে ওয়ানডে দলে না থাকা সৌম্য-আর??ফুল হক টি-টুয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর সাকিব মনে করেন, টি-টুয়েন্টিতে ভালো করে ওয়ানডে দলে জায়গা করে নেয়ার বড় সুযোগ তাদের জন্য। সাকিব আরও জানান,
‘হ্যাঁ, টি-টোয়েন্টি ওদের জন্য আরও বড় প্ল্যাটফর্ম। বড় বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই উপায় হতে পারে। উপায় হতে পারে ছন্দে ফিরে পাওয়ারও। যারা টেস্টে বা ওয়ানডে দলে ছিল না, যারা নতুন এসেছে।
তারা একটা পারফরম্যান্স যেন দেখাতে পারে, যেন ওয়ানডে দলে খেলার যোগ্যতা দেখাতে পারে, বা ভালো স্কিল থাকলে টেস্ট দলে যেন আসতে পারে। এমন কিছু আশা করি তারা করে দেখাবে। তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।’