promotional_ad

তামিমের রেকর্ড ভাঙ্গার সুযোগ রয়েছে সাব্বিরের

promotional_ad

টি-টুয়েন্টির স্পেসালিস্ট হিসেবে পরিচিত সাব্বির রহমান। কিন্তু সম্প্রতি সময়ে ব্যাট হাতে তার ফর্ম জন্ম দিয়েছে নানা তর্ক-বিতর্কের। তারপরও নিজেকে প্রমান করতে সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


ওয়ানডে সিরিজে জ্বলে উঠতে পারেননি সাব্বির। তাই ক্রিকেট ভক্তরা আশা করছেন টি-টুয়েন্টি সিরিজে ভালো কিছু করে দেখাবেন এই ডানহাতি ব্যাটসম্যান। 


ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে কোন ফিফটি পাননি সাব্বির। তবে টি-টুয়েন্টি ফরম্যাটে আবার ভিন্ন চিত্র তার। আফগান সিরিজে ব্যর্থ হলেও নিদাহাস ট্রফির ফাইনালে খেলেছিলেন নজরকাড়া এক ইনিংস।


তাই উইন্ডিজদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের ভাল করতে হলে জ্বলে উঠতেই হবে তাকে। এছাড়াও এই সিরিজে একটি মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন তিনি।


promotional_ad

টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে তার সামনে। মোট ৪০ ইনিংসে প্রায় ২৬ গড়ে ৯০৫ রানের মালিক তিনি।


এদিকে টি-টুয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশী রান করেছেন তামিম ইকবাল। ৬৫ ম্যাচে ১৪৩৩ রানের মালিক তিনি। তবে তামিমের ১০০০ রানের ক্লাবে প্রবেশ করতে লেগেছিল ৪৮ ইনিংস।


সাকিব আল হাসান রেকর্ডটি ছুঁয়েছেন ৫০তম ইনিংসে এসে। আর বর্তমানে ৬৬ ইনিংসে ১২৩৫ রানের মালিক তিনি।


তিন নম্বরে আছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। ৭০ ইনিংসে ১১০৫ রানের মালিক এই ব্যাটসম্যান হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন ক্যারিয়ারের ৬৬ ইনিংসে। 


এই ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশী ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মোট ৭১ ইনিংসে ১১০০ রানের মালিক তিনি। আর হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তার লেগেছিল ৬৭ ইনিংস। 


তাই সাব্বির রহমানের সামনে বড় সুযোগ রয়েছে উইন্ডিজ সিরিজেই চার সিনিয়র ক্রিকেটারকে পেছনে ফেলার। কিন্তু সেটার জন্য ব্যাট হাতে পারফর্ম করতে হবে এই ডানহাতি ব্যাটসম্যানকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball