promotional_ad

'দায়বদ্ধতা তাদের একার নয়, আমাদেরও'

promotional_ad

বাংলাদেশ দলকে বরাবরই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেটা হল, সিনিয়রদের পাশাপাশি জুনিয়ররা কবে থেকে পারফর্ম করা শুরু করবেন? 


তামিম-সাকিবরা কবে থেকে নির্ভার হয়ে খেলতে শুরু করবে কিংবা সাব্বির-মোসাদ্দেকরা কবে দায়িত্ব নিয়ে খেলে সিনিয়রদের চাপ মুক্ত করবেন। 


এসব প্রশ্ন উঠেছে সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজেও। সিরিজ জিতলেও পুরো সিরিজেই ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন জুনিয়ররা। প্রত্যেক ম্যাচেই দলের পঞ্চ পান্ডব দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।


কিন্তু কতদিন তারা দলকে এভাবে টেনে নিয়ে যাবেন? একটা সময় তো দলের বাকি ক্রিকেটারদেরকে দায়িত্ব নিতেই হবে। আর নারী ক্রিকেট দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম মনে করেন যোগ্যতা থাকা সত্ত্বেও জুনিয়ররা পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন।


সাব্বির-মোসাদ্দেকদের কে লিডার হওয়ার সুযোগ করে দিতে হবে বলেও মনে করেন তিনি। রবিবার বাংলাদেশের সিরিজ জয়ের দিন সকালে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এসব নিয়েই কথা বলেন তিনি। তার ভাষায়, 


promotional_ad

'আমার মনে হয় এমনটা। কেননা বিজয়, সাব্বির, মোসাদ্দেক সবাইকেই আমরা অনেক আগে থেকে দেখেছি, এদের সম্ভাবনার কথা আমরা জানি। বিভিন্ন সময় তারা সেটা করে দেখিয়েছে।


ভীতিকর বিষয় হচ্ছে তাদের এখন যে অবস্থানে থাকার করা, তারা সেই অবস্থানে নেই। আর আমি বারবারই বলি, আমরা যেভাবে তাদের দেখেছি শুরু থেকে, সেই বিষয়টা ভুল ছিল। 


আমরা ওদেরকে লিডার হওয়ার সুযোগ দিচ্ছি না, আবার আমরা ওদেরকে পরিণত হিসেবেও দেখছি না। আমরা চাই ওরা সাকিব বা তামিমদের ছায়ায় বেড়ে উঠবে, যা আদতে ভুল।' 


এদিকে ছোট ছোট ভুল ধরিয়ে দিয়েছেন ফাহিম। টিম ম্যানেজম্যান্টকে দশ বছর পরের কথা ভেবে সব চিন্তা করতে হবে বলেও জানান তিনি। এছাড়াও এখনকার তরুনরা সাকিব-তামিমদের থেকে অনেক মেধাবিও বলে মনে করেন তিনি।


কিন্তু জুনিয়র ক্রিকেটারদের গড়ে তোলায় ভুল আছে বলেও জানান ফাহিম। তাদের মধ্যে নেতাসুলভ আচরণ আনতে হবে বলেও মনে করেন তিনি। তার ভাষায়, 


'যেটা হওয়া উচিত ছিল, মোসাদ্দকের উচিত ছিল সাকিবের চাইতে এখন ভাল ব্যাটিং করা। সাব্বিরের উচিত ছিল তামিমের চেয়ে ভাল ব্যাটিং করা। যেন দশ বছর পরে এরা যদি আরও ভাল খেলে তাহলে আমরা আরেকটা উচ্চতায় যেতে পারি।


কিন্তু এমনটা হয়নি। ওরা অনেক মেধাবী, এখনকার ক্রিকেটারদের চাইতেও অনেকে মেধাবী। কিন্তু ওদের গড়ে তোলায় ভুল আছে। আর এদের মধ্যেও আমি কোনো ব্যক্তিগত উদ্যম দে??ি না। কেননা সাকিব, তামিম রিয়াদদের আমরা দেখেছি তারা কি পরিশ্রমী ছিল। 


জাতীয় দলকে ভাল উচ্চতায় নিতে এরা অনেক পরিশ্রম করেছে, নিজের জন্য না কিন্তু। তো এখনকার যারা তরুণ তাদের মধ্যে ওই স্পৃহাটুকু নেই। এই দায়বদ্ধতা তাদের একার না, আমাদেরও। আমরা তাদের মধ্যে নেতাসুলভ কিছু দেখতে চাইনি, বা তাদের গড়ে তুলিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball