promotional_ad

এই জয় সংশয় কাটানোর জয়

promotional_ad

টেস্ট সিরিজে বাজে ভাবে হারার পর অনেকেই ধারণা করেছিলো ওয়ানডে সিরিজেও দাঁড়াতে পারবেনা টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত পুরো উল্টো চিত্র দেখা গিয়েছে ওয়ানডে সিরিজে।


শনিবার উইন্ডিজদের বিপক্ষে শেষ ওয়ানডেতে জিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ দল। এদিন ক্যারিবিয়ানদের ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মাশরাফির দল।


আর এই জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দল। টেস্টের বাজে পারফর্মেন্সকে পেছনে ফেলতে ওয়ানডে সিরিজে জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। 


এমনটাই মনে করেন নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। এই সিরিজে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও মনে করেন তিনি। তার ভাষায়,


promotional_ad

'বাংলাদেশের সিরিজ জয় স্বস্তির, দুটো কারণে। আমরা যেভাবে টেস্ট ম্যাচ হেরেছি, সেখান থেকে বের হতে পারাটা। এই সিরিজটা জেতার কারণে আমাদের মধ্যে বা আমার মধ্যে যে সংশয়টা ছিল সেটা কেটে গেছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের আত্মবিশ্বাস বাড়ানোটা।


আবার একটা ব্যাপার হচ্ছে, আমরা ভাল করলে খুব বেশী বিশ্লেষণে যাই না, কিন্তু খারাপ করলে অনেক বিশ্লেষণে চলে যাই। ওটা থেকে আমরা বেঁচে গেলাম। কেননা খুব বেশী কাঁটাছেড়ায় চলে যেতাম আমরা কাল হেরে গেলে। এটাও কিন্তু ভাল না। তাই এই দুটো কারণে আমরা খুব স্বস্তিতে।'


এছাড়াও চলতি সিরিজে বাংলাদেশ দলের পারফর্মেন্সকে প্রশংসা করেছেন তিনি। তবে আরও উন্নতির জায়গা রয়েছে বলেও মনে করেন ফাহিম। তার ভাষায়, 


'কাল আমরা ব্যাটিং খুব ভাল করেছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ভাল করা আরও দরকার ছিল। তবে আমরা তিনটা ম্যাচের একই ধারা অনুসরন করেছি। যেমন তামিম একটা ভূমিকায় ছিল, সাকিবও আগে ব্যাট করে খুব দারুন করেছে তিনটা ম্যাচে।


খুব দারুন একটা লক্ষণ এটা। এই প্রথম একটা সিরিজ দেখলাম যেখানে আমাদের টপ অর্ডার রান করেছে। আমাদের এক নম্বর, তিন নম্বর রান করেছে। দুই নম্বর রান করতে পারেনি দুর্ভাগ্যবশত, কিছুটা করেছে।


কিন্তু এটা খুব ভাল একটা লক্ষণ। কেননা আমরা ২৮০-৩০০ যা করেছি বা করতে পেরেছি, এটার উপরে ভর করেই। এটা যদি সত্যিকার অর্থে পরিকল্পিত থাকে তাহলে এটা খুবই ভাল, কেননা এই রানকে ৩২০-৩৩০ এ নেওয়া যাবে। এক্ষেত্রে দলটা আরও শক্তিশালী হতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball