আমাদের ফিনিশিংয়ে দক্ষতার অভাব ছিলঃ মাশরাফি

ছবি:

সিরিজ জয়ের বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তুগায়ানাতে তিন রানে হেরে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা।
শেষ ওভারে জয়ের জন্য ৬ বলে ৮ রান দরকার ছিল তাদের। হাতে পাঁচ উইকেট থাকা সত্ত্বেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি সাকিব-তামিমরা।
আর অধিনায়ক মাশরাফি মনে করেন, দলের ফিনিশাররা চাইলে কাজটা ঠিকভাবে করতে পারতেন। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও উইন্ডিজদের প্রশংসায় ভাসান তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব নিয়েই কথ বলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তোজা। সেখানে দলের ক্রিকেটারদের মধ্যে ফিনিশংয়ে দক্ষতার যে অভাব সেটা তুলে ধরেন তিনি। মাশরাফির ভাষায়,
'মাঠে শিশির তো অবশ্যই ছিল সঙ্গে কিছুটা বল টার্নও করছিল। কিন্তু শেষ ওভারে আমরা কাজে লাগাতে পারিনি যেকারণে হারতে হয়েছে আমাদের। তারা সত্যি অনেক ভালো খেলেছে, কিন্তু আমাদের ফিনিশিংয়ে দক্ষতার অভাব ছিল।'
এদিকে বাংলাদেশ দল এই ম্যাচে বাজে ফিল্ডিং করেছে বলেও জানান মাশরাফি। যেটার সুযোগ খুব ভালোভাবে নিতে পেরেছে উইন্ডিজ ক্রিকেটাররা বলেও মনে করেন তিনি। তার ভাষায়,
'এছাড়াও আমাদের ফিল্ডিং মানসম্পন্ন ছিলনা, ক্যাচ ছেড়েছি এমনকি ২৪টা ডাবল নিতে সক্ষম হয়েছে তারা। এখনও একটি ম্যাচ হাতে আছে, আশা করছি পরের ম্যাচ আমরা ঘুরে দাঁড়াবো।'