সাকিবের বদলি স্টিভ স্মিথ

ছবি:

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে খেলার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বুধবার জানা গেল আসন্ন লীগটিতে অংশ নিচ্ছেন না তিনি।
সাকিব কেন অংশ নিচ্ছেন না সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে দলের কোচ রবিন সিং সাকিবের সিপিএলে অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সাকিবের বদলি হিসেবে বার্বাডোসে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। রবিন সিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছেন। তিনি জানান,

সাকিবের সিপিএল না খেলা তাদের জন্য বড় ধাক্কা। তবে বদলি হিসেবে তারা স্টিভ স্মিথকে দলে নিয়েছেন। যা তাদের দলের শক্তি বাড়াতে সাহায্য করবে। রবিন সিংয়ের ভাষায়,
'এটা অবশ্যই আমাদের জন্য বড় ধাক্কা যে সাকিব খেলছে না। কিন্তু তার বদলি হিসেবে আমরা স্টিভ স্মিথকে দলে নিয়েছি। যিনি আমাদের দলের ব্যাটিংয়ের শক্তি বাড়াতে সাহায্য করবে। আমি আশাবাদি স্মিথ দলকে বড় সাফল্য এনে দিতে সাহায্য করবে।'
আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হবে সিপিএল। যা চলবে সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় কোন টি-টুয়েন্টি লীগে অংশ নিতে যাচ্ছেন স্মিথ।
এর আগে কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লীগে অংশ নিয়েছিলেন তিনি। স্মিথের পাশাপাশি অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকেও এবার সিপিএল মাতাতে দেখা যাবে।