মমিনুল বন্দনায় লঙ্কান ওপেনার

promotional_ad

চট্টগ্রাম টেস্টে আবারো স্বরূপে ফিরেছেন মমিনুল হক। টেস্টের প্রথম দিন থেকেই ব্যাটিংয়ে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও হেসেছে মমিনুলের ব্যাট। 


পঞ্চম দিনের চাপের মাথায়ও ১০৫ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান। একইসাথে প্রথম বাংলাদেশি হিসেবে গড়েছেন দুই ইনিংসেই সেঞ্চুরি করার বিরল কীর্তি। এছাড়াও দ্বিতীয় ইনিংসে টাইগারদের হয়ে লিটন দাস খেলেছেন ৯৪ রানের ইনিংস।


মূলত এই দুজনের কল্যাণেই ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। আর টেস্ট ড্র করার জন্য মুমিনুল হক ও লিটন দাসকে কৃতিত্ব দিলেন লঙ্কান ওপেনার করুনারত্নে। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে লঙ্কান ওপেনার বলেন,


promotional_ad

"মুমিনুল হককে কৃতিত্ব দিতে হবে সে উভয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছে। পঞ্চম দিন সকালটা ছিল খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি কিছু উইকেট নিতে পারতাম তবে চিত্র বদালাতে পারতো। মুমিনুল এবং লিটন সত্যিই দারুণ খেলেছে।"


চতুর্থ দিন বিকেলের মতো পঞ্চম দিনে টার্ন করেনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। আর তাই লঙ্কান স্পিনাররাও বিশেষ সুবিধা করতে পারেনি এই উইকেটে।  


২৯ বছর বয়সী করুনারত্নে জানান, "বোলারদের জন্য কিছুই ছিল না। তারা না পেয়েছে বাউন্স না পেয়েছে টার্ন। খুবই ধীর উইকেট ছিল। ব্যাটররা তাদের ন্যাচারাল খেলা খেলতে পেরেছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball