'দেড়শ রানের জুটি চাই'

ছবি:

প্রথম শ্রেণীর ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে দারুন ফর্মের ফলাফল স্বরূপ ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সঙ্গী হিসেবে খেলার সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিতে সাহায্য করেছেন তিনি।
তবে ইনিংস বড় করতে পারেনি বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার জীবন পেয়ে ৩৫ রান করেন তিনি। বাংলাদেশ দুইটি ম্যাচেই জয় পেয়েছিল। বড় রানের আক্ষেপ নয়, প্রথম দশ ওভারের সঠিক ব্যবহার করে দলে জয়ে অবদান রাখতে পারায় খুশি এনামুল হক বিজয়।

“সব সময় ব্যাটসম্যান হিসেবে…ছোট বেলা থেকে যখন রান করি তা বড় করার চেষ্টা করি। এ জন্য আল্লাহর রহমতে আমার রানগুলো বড় হয়। আমি সেট হয়ে চেষ্টা করি বড় রান করার জন্য। দুদিন সেট হয়েছি কিন্তু বড় রান করতে পারিনি। চেষ্টা করব বড় রান করার জন্য। আর দল জিতলে সবারেই খুব ভালো লাগে। দলে জেতার পিছনে কিছুটা ভূমিকা আছে…চেষ্টা করছি প্রথম দশ ওভার ভালো ভাবে ব্যবহার করার জন্য।”
নিজের ইনিংস নয়, মূলত বড় জুটি গড়াতেই মনোযোগ বিজয়ের। পরপর দুই ম্যাচে বাংলাদেশকে অর্ধশত রানের জুটি গড়ে দেয়া বিজয়ের চোখ তামিমের সঙ্গে দেড়শ রানের জুটি গড়ায়।
“তামিম ভাইয়ের সাথে অনেক দিন পর ব্যাটিং করতে পেরে খুব ভালো লাগছে। এটা ভালো লাগার বিষয়। দলে থাকতে পারলে অনেক কিছুই করা সম্ভব। আমি চাচ্ছি দল যেভাবে চায় সেভাবেই খেলতে। অবশ্যই ইনিংসগুলো বড় হলে খুব ভালো লাগবে। তামিম ভাইয়ের সাথে যদি সত্তর রানের পার্টনারশিপ যদি দেড়শ রানের পার্টনারশিপ হয় এ জিনিসটা আরো ভালো লাগার বিষয়। ভালো লাগার শেষ নেই। চেষ্টা করব এ লাগার থেকে আরও বেশি ভালো লাগতে।”