আইপিএলের চূড়ান্ত নিলামে ছয় বাংলাদেশী

ছবি:

মাস তিনেক পরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরের। আর আসন্ন আসরটিকে ঘিরে চলতি মাসের শেষেই অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে জানুয়ারির ২৭ এবং ২৮ তারিখ।
আসন্ন নিলামটিকে ঘিরে মোট ১১২২ জন ক্রিকেটার আগেই নাম লিখিয়েছিলেন। যদিও নিলামের জন্য ঘোষিত চূড়ান্ত তালিকায় জায়গা জায়গা হয়নি অনেকেরই। অনেক ক্রিকেটারকে বাদ দিয়ে চূড়ান্ত একটি তালিকা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

সেখানে উঠে এসেছে মোট ৫৭৮ জন ক্রিকেটারের নাম। এতোজন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশী ক্রিকেটার আছেন মোট ৬জন। তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবুল হাসান রাজু।
বাংলাদেশ থেকে মোট আটজন নাম লিখিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি।
মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্যও এক কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। তামিম, রিয়াদ, সাব্বির, রাজু এই চারজনের ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি করে।