দুনিয়া কাঁপাতে প্রস্তুত দুই বন্ধু

ছবি:

ভারতকে আগাম হুমকি দিয়ে রাখলেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ওয়ান্ডারার্সের তৃতীয় ও শেষ টেস্টে সফরকারীদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন আইসিসির এই নাম্বার ওয়ান বোলার।
২-০ তে এগিয়ে থাকলেও রাবাদার লক্ষ্য হোয়াইটওয়াশে। তাই ওয়ান্ডারার্স টেস্টে ভারতকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। 'ওয়ান্ডারার্সের উইকেট ভালো, সাধারনত বল মুভ করে থাকে এই উইকেটে।
আপনি কখনই থিতু হতে পারবেন না ওয়ান্ডারার্সে। এখন আমরা ভারতকে হারাতে যা যা করা দরকার সেটা নিয়েই ভাবছি। আমরা প্রতিটা ম্যাচ খেলি জয়ের জন্য, আমরা হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলব।,' বলেছেন কাগিসো রাবাদা।

২০১৫ সালের দিকে এই ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল রাবাদার। দুই বছরের ব্যবধানে বিশ্বের সেরা বোলারের পরিনত হয়েছেন তিনি। একই প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে অভিষেক হয়েছে বন্ধু লুঙ্গি এনগিদির।
নিজের অভিষেকেই ভারতকে নিজ হাতে হারিয়েছেন এনগিদি। ইতিমধ্যেই সাবেক ক্রিকেটাররা রাবাদা ও এনগিদিকে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিংয়ের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করছেন। রাবাদাও ছোট বেলার বন্ধুকে সাথে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতাতে চান।
'আমরা একই সাথে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছি, একই সাথে ভারত সফর করেছিলাম বয়স ভিত্তিক ক্রিকেটে। ইনজুরির কারনে তার সফর দীর্ঘ হয়নি। আমরা একই সাথে স্কুলে খেলে বড় হয়েছি। একই সাথে এখন জাতীয় দলে খেলা খুবই আনন্দের। আরও দীর্ঘ সময় একই সাথে খেলতে পারলে আমরা দারুন জুটি গড়তে পারবো।'