অচেনা অস্ট্রেলিয়া, অচেনা স্মিথ

ছবি:

টানা শেষ দশ ওয়ানডেতে মাত্র একটি জয়... বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ানদের এমন ফর্ম বিশ্বাসযোগ্য নয়। ভারতের বিপক্ষে সিরিজ হারের পর এবার ঘরের মাঠেই ইংলিশদের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় আছে অজিরা। সাদা বলের ক্রিকেটের পাঁচ বারের চ্যাম্পিয়নদের সাম্প্রতিক ফর্ম স্মিথ বাঁহাতির সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে।
অধিনায়ক স্মিথকে এই ইস্যুতে নিয়মিত কঠিন প্রশ্নের জবাব দিতে হচ্ছে। অনেকটা আক্ষেপ নিয়েই স্মিথ বলেছেন, সাম্প্রতিক সময়ে খেলা ম্যাচ গুলোতে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অজিরা, যার কারনে কাঙ্ক্ষিত ফলাফলের দেখা পায়নি অস্ট্রেলিয়ানরা।
একই সাথে ওয়ানডে দল নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নয় স্টিভ স্মিথ। ‘এমন কেন হচ্ছে এর সঠিক উত্তর আমার জানা নেই। যদি শেষ ১০টি ম্যাচের কথা আমি বলি তবে দেখা যাবে আমরা বেশ কয়টি ম্যাচে ভালো অবস্থানেই ছিলাম, তবে শেষ পর্যন্ত সুযোগ গুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।

যার জন্যই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসেনি। তবে আমরা নিজেদের ভুল ভ্রান্তি খুঁজে বের করে তা সঠিকভাবে কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি আমরা এখনো দলের সঠিক ভারসাম্য খুঁজে পাইনি,' বলেছেন অজি অধিনায়ক।
একই সাথে নিজের ওয়ানডে ফর্ম নিয়েও খুশী নন তিনি। টেস্ট ক্রিকেট অবিশ্বাস্য ফর্মে থাকা স্মিথ ওয়ানডে ক্রিকেটে বেশ অচেনা। ২০১৭ সালে স্মিথের ব্যাট থেকে মাত্র একটি ওয়ানডে সেঞ্চুরি এসেছে। নিজের পারফর্মেন্সে অসন্তুষ্ট স্মিথ বলেছেন,
'অবশ্যই আমার ভাল করার অনেক জায়গা রয়েছে। যদি শেষ দুটো সিরিজের কথা বলি তবে দেখা যাবে সেখানে আমি একদমই ভাল করতে পারিনি। নিজেকে নিয়ে আমার অনেক প্রত্যাশা, কিন্তু সম্প্রতি দলের জন্য আমি এর কিছুই দিতে পারছি না। আমার ইনিংসের শুরুটা ভালোই হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ইনিংস গুলো বড় করতে ব্যর্থ হচ্ছি।'