'অপরাজেয়' হওয়ার স্বপ্ন বুনেন সুজন

ছবি:

ওয়ানডে ক্রিকেটে অপরাজেয় হওয়ার স্বপ্ন দেখেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শনিবার দিন সাংবাদিক সম্মেলনে এমন কথা জানিয়েছেন তিনি। এজন্য অবশ্য সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
"আমাদের সিনিয়র ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে টানা পারফর্ম করে যাচ্ছে। আমাদের তরুণ ক্রিকেটাররাও যদি সিনিয়রদের সাথে মিলে পারফর্ম করা শুরু করে, তাহলে আমার মনে হয়, আমরা একটা সময় অপরাজেয় হতে পারব।"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফর্মেন্সই এমন স্বপ্ন দেখাচ্ছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে টাইগাররা।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারানোর পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা, যা দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়। পরিকল্পনা বাস্তবায়ন ঠিকভাবে হচ্ছে বলেই, এমন জয়-- মনে করেন সুজন।
সাংবাদিকদের এই প্রসঙ্গে জানিয়েছেন, "দিনশেষে, এটা ক্রিকেট খেলা। আমরা যার বিপক্ষেই খেলি, নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। যতোই ভালো পরিকল্পনা করি, কাজে না লাগাতে পারলে আমরা জিততে পারব না।
"আমরা ভাগ্যবান যে শেষ দুই ম্যাচে আমরা বেশ ভালোভাবেই পরিকল্পনাগুলো কাজে লাগাতে পেরেছি। এ কারণেই হয়তো আমরা রেকর্ড ব্যবধানে জিততে পেরেছি।"