promotional_ad

মাশরাফিদের দ্বিধায় ফেলতে নারাজ সুজন

promotional_ad

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, এই সিরিজের কোচ নাকি মাশরাফি আর সাকিব! আর মাশরাফি সাকিবদের সবকিছু সরবরাহ করার জন্যই দলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।


সিরিজ শুরু হওয়ার পরে দলের টেকনিক্যাল ডিরেক্টরও জানিয়েছেন একই কথা। সাকিব-মাশরাফিদের অভিজ্ঞতার উপরে দারুণ আস্থা সাবেক এই অধিনায়কের। শনিবার সাংবাদিকদের জানিয়েছেন,


"মাশরাফি অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার, সাকিবও অভিজ্ঞ। তাদের দুজন মিলে মাঠের সিদ্ধান্ত নেয়াটাই ভালো। আমি মনে করি যে, এটা আসলে ক্রিকেটারদেরই খেলা। ওরা মাঠে গিয়ে খেলে বলেই বাংলাদেশ ভালো করে। তাদের সিদ্ধান্ত তো থাকবেই। তাদের একটা দায়িত্ব তো থাকবেই।"



promotional_ad

এছাড়া মাশরাফি-সাকিবকে কোনোভাবেই দ্বিধায় ফেলতে চান না ক্রিকেটের এই অভিভাবক। সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন এসব কথা। তার ভাষায়,


"মাঠের বাইরে থেকে আমি যে বোলারকে বল করাতে বলব, অধিনায়ক হয়তো তার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয়। সেক্ষেত্রে যদি আমি বার্তা পাঠাই, তখন অধিনায়কের মনে একটা সংশয় তৈরি হয়। সেই সংশয় আমি তৈরি করতে চাই না।"


উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর শুক্রবার শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সাংবাদিক সম্মেলনে নিজেদের প্রাপ্ত স্বাধীনতার কথা উল্লেখ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball