'৬০ বছরের' অভিজ্ঞ ড্রেসিং রুমে আত্মবিশ্বাসী সুজন

ছবি:

সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় জ্ঞানের উপরে দারুণ আস্থা রাখছেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলীয় যেকোনো সিদ্ধান্তে সিনিয়রদের চিন্তা ভাবনাকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "মাঠের সিদ্ধান্ত আসলে ক্রিকেটারদেরকেই নিতে হবে। আমার মনে হয়, সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদদের মিলিয়ে বাংলাদেশের ড্রেসিংরুমে এখন প্রায় ৬০ বছরের অভিজ্ঞতা আছে।
"তারা সবাই বেশ অভিজ্ঞ। সিদ্ধান্ত নেবার সামর্থ্য অবশ্যই তাদের আছে। ঢাকা লিগে বলেন বা জাতীয় দলে, এই ক্রিকেটারদের প্রায় সবাই ঘুরেফিরে অধিনায়কত্ব করেছে।"

আর '৬০ বছরের' অভিজ্ঞ এই ড্রেসিং রুমকে ঘিরে আত্মবিশ্বাসী তিনিও। কিছুদিন আগেও যে ড্রেসিং রুমে অনেক বেশি চাপ ছিল ক্রিকেটারদের, সেখানেই এখন ক্রিকেটাররা সবাই খোলামেলা আলোচনা করেন।
সুজনের ভাষায়, "আমি যেটা মনে করি, ড্রেসিংরুম এখন অনেকটা আত্মবিশ্বাসী। নিজেদের মধ্যে পরামর্শগুলো ভালো হয়। আমরা চেষ্টা করি সবকিছুতেই ক্রিকেটারদেরকে সম্পৃক্ত রাখতে।
"তাদেরকে আমরা সেই দায়িত্বটা দিয়েছি। ড্রেসিংরুম একই আছে, বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তন হয় না। স্বাধীনতার কথা যেটা বলা হয়েছে, সেই জিনিসটা হয়তো একটু বেশি আছে।"