'সাকিব সারাবিশ্বে একজনই'

ছবি:

সাকিব আল হাসানকে নির্ভীক ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ সারোয়ার ইমরান। তিনি মনে করেন সাকিব কখনই প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ভয় পাননা।
জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার সাকিব । টেস্ট ওয়ানডে এবং টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই সমানভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এই সাকিবকেই তুলে দেয়া হয়েছে টেস্ট অধিনায়কের দায়িত্ব। আর এই সাকিবের মত ক্রিকেটার বাংলাদেশ দলে আছে বলেই ক্রিকেটে এতো উন্নতি করছে বলেও মনে করেন টাইগারদের সর্ব প্রথম কোচ ইমরান।

সম্প্রতি তিনি প্রথম আলোর সাথে আলাপকালে সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসান ইমরান। ব্যাটসম্যান সাকিবের চেয়ে তিনি বোলার সাকিবকেই প্রাধান্য দেন। এছাড়াও সারাবিশ্বে সাকিব একজনই বলে দাবি করেন কোচ ইমরান। তিনি জানান,
‘পৃথিবীতে সম্ভবত সাকিবই একমাত্র বোলার, যে একটা বলে ছক্কা খেয়েও পরের বলটা ওই জায়গাতে করার সাহস রাখে। আর কোনো বোলার এটা করবে না। কিন্তু সাকিব জানে, পরের বলটা ব্যাটসম্যান কখনো একই জায়গায় আশা করবে না।’