শীঘ্রই ঢাকা আসছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা

ছবি:

আসন্ন ত্রিদেশীয় এবং দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে শনিবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেদিন সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ে আসলেও দারুণ জটিলতায় পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের আগমন। দলটির ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত জানা গেছে, শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকায় পা রাখছে তারা।
শুক্রবার বিকেল ৫টায় দলটির একাংশ এবং রাত ১১টায় দলটির আরেক অংশ ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। দলটির খেলোয়াড়-কর্মকর্তাদের বাংলাদেশে আসার টিকিট আগে থেকে বুকিং দেয়া ছিল না বলেই এই বিলম্বের সৃষ্টি।

তবে ত্রিদেশীয় সিরিজ খেলে জিম্বাবুয়ে দল দেশে ফিরে গেলেও দ্বিপাক্ষিক সিরিজের জন্য দেশে থাকবেন হাথুরুসিংহের বাহিনী। ২৭ই জানুয়ারি আসরের ফাইনাল ম্যাচের পরদিন চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দল।
সেখানে দুইদিনের প্রস্তুতি ম্যাচের পরে ৩১ই জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ও ঢাকায় ফিরে ৮ই ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ নেবে দুই দল।
এরপরে ঢাকায় ১৫ই ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলে সিলেট গিয়ে সেখানে ১৮ই ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টি ম্যাচে অংশ নেবে তারা। তারপর বাংলাদেশ দল ঢাকায় ফিরবে এবং শ্রীলঙ্কা দল নিজেদের দেশে ফিরে যাবে।
শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসিলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, দাশমান্থা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ