ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙ্গলেন আফগান ব্যাটসম্যান!

ছবি:

ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। তাঁকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসাধ্য সাধন করার মতোই একটি ব্যাপার। আর সেই কাজটিই এবার করে দেখিয়েছেন আফগানিস্তানের এক 'অখ্যাত' ব্যাটসম্যান।

আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান বাহির শাহ ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন ব্যাটিং গড়ের দিক থেকে। বিস্ময়কর হলেও সত্য প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ব্র্যাডম্যানের থেকেও বেশি!
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই ২৫৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন আফগান এই তরুণ। অভিষেক ম্যাচে খেলতে নেমে দ্বিতীয় সেরা ইনিংস ছিলো এটি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিও হাঁকিয়েছেন বাহির।