ইংল্যান্ডের সাথে চুক্তি নবায়ন করতে চান না বেইলিস

ছবি:

সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে ভালো করতে পারেনি ইংলিশরা। ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছে জো রুটের দল। টেস্টে এমন ব্যর্থতার কারনে হতাশায় আছে তারা।
দলের এমন হতাশাজনক পরিস্থিতিতে ইংলিশদের আরও একটি দুঃসংবাদ দিলেন হেড কোচ ট্রেভর বেইলিস। ২০১৯ বিশ্বকাপ এবং অ্যাশেজের পর দলের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না তিনি।

সাফ জানিয়ে দিয়েছেন, দল সফল হোক বা না হোক ২০১৯ সালের পর আর ইংলিশদের সঙ্গে কাজ করতে চান না তিনি। অ্যাশেজে দলের বাজে পারফর্মেন্সের পর ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসকে বিষয়টি নিশ্চিত করেছেন বেইলিস।
২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চুক্তি আছে তার। সেবছরই ঘরের মাঠে বিশ্বকাপ, এরপর রয়েছে অ্যাশেজ সিরিজ। বেইলিস এই দুটো প্রধান অ্যাসাইনম্যান্ট শেষ করেই ইংলিশদের দায়িত্ব ছাড়বেন।
ইংলিশ কোচ জানিয়েছেন, 'আমি সম্ভবত ১২ মাস আগে অ্যান্ড্রু স্ট্রাউসকে জানিয়েছি, ২০১৯ সালের সেপ্টেম্বরে আমার চুক্তি শেষ হলেই চলে যাব।'
বেইলিস আরও বলেন, 'আমি কখনও কোনো জায়গায় চার-পাঁচ বছরের বেশি থাকিনি। ফল ভালো হোক বা না হোক, আমি মনে করি চার বছর সময়ে একটা পরিবর্তন দরকার।'