চলতি সপ্তাহেই টাইগারদের দল ঘোষণা

ছবি:

আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য চলতি মাসের ২১ তারিখে ৩০ থেকে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর এই দলে তিন ফরম্যাটের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদেরই রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পাশপাশি কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটাররাও বিবেচনায় থাকবে, এমনটাই বলছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।
শনিবার গণমাধ্যমে প্রধান নির্বাচক নান্নু বলেন, 'আমরা ২১ তারিখের মধ্যে ৩০ বা ৩২ জনের একটি পুল দিবো এবং ন্যাশনাল লীগের শেষ রাউন্ডেও আমরা কিছু মনিটরিং করবো।'

এদিকে আরেক সাবেক অধিনায়ক বাশার জানিয়েছেন দল নির্বাচনের ক্ষেত্রে ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরকেই বিবেচনায় আনা হবে। সুতরাং অটোম্যাটিক চয়েস বলতে কিছু থাকবে না। তাঁর ভাষ্যমতে,
'কিছু খেলায় ভালো করার জন্য যেই সুবিধা হবে আমাদের তা হলো প্রতিযোগিতা তৈরি হবে। এমনটা নয় যে যারা আগে খেলছেন তারা অটোম্যাটিক চয়েস হবেন কারণ তারাও জানেন যে তাঁদের পেছনে যারা আছেন তারা ভালো পারফর্ম করেছেন। সুতরাং আমরা এটাই চাচ্ছি, আমাদের মনে হয় এটাই দরকার ছিলো।'
গুঞ্জন আছে টেস্ট অধিনায়ক বদলের পাশাপাশি দলেও হতে পারে বেশ কিছু রদবদল। বিশেষ করে পেস ডিপার্টমেন্ট এবং লোয়ার অর্ডারে। এই বিষয়ে সরাসরি নির্বাচকেরা কিছু না বললেও অধিনায়কের চাহিদা গুরুত্বসহকারে দেখা হবে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন,
'আমাদের সিলেকশন প্যানেলের একটি সিস্টেম আছে, এই সিস্টেমের বাইরে আমরা কোনও সময় যাইনি। সবসময়েই অধিনায়ক ও কোচের মতামত নিয়েই এতদিন কাজ করা হয়েছে।'