সাকিব-মাশরাফিদের অনুসরণ করেন ডি ভিলিয়ার্স

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে অনুসরণ করেন এবি ডি ভিলিয়ার্স। একই সঙ্গে তাঁদের দুইজনকে ভালো বন্ধু হিসেবেও আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ব্যাটসম্যান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে এসে সাকিব এবং মাশরাফির ভূয়সী প্রশংসা করেছেন ডি ভিলিয়ার্স। সাকিবের চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করার সক্ষমতা মুগ্ধ করেছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই প্রোটিয়াকে।

অলরাউন্ডার সাকিবের বন্দনা করে ডি ভিলিয়ার্স বলেন, 'আমি সাকিবের ক্রিকেটের বড় ভক্ত। যেভাবে চাপের মধ্যে সে দলের জন্য ব্যাটিং-বোলিং করে তা অসাধারণ। সে সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।'
গত বছর প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন ডি ভিলিয়ার্স। রংপুর রাইডার্সে খেলার সময় অধিনায়ক মাশরাফির সঙ্গেও ভালো বন্ধুত্ব হয়ে যায় তাঁর। সাকিবের পাশাপাশি তাই মাশরাফিকেও অনুসরণ করেন তিনি।
ডি ভিলিয়ার্সের ভাষ্যমতে, 'আমি রংপুর রাইডার্সের হয়ে খেলেছি। আমি মনে করি মাশরাফির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা ভালো বন্ধুও। মাশরাফি এবং সাকিব দুজনই বাংলাদেশের হয়ে লম্বা সময় ধরে খেলছে। আমি তাদের দুজনকেই অনুসরণ করি। দুজনই আমার ভালো বন্ধু।'