ইংলিশ কাউন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড

promotional_ad

ক্রিকেট বিশ্বে প্রতিনিয়তই রেকর্ডের ভাঙ্গা গড়ার খেলা চলে। কোন রেকর্ড হয়তো পরম আকাঙ্ক্ষিত আবার কোনোটি অনাকাঙ্ক্ষিত কিংবা লজ্জার। সেই লজ্জার একটি বিশ্বরেকর্ডই সম্পন্ন হয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটে। 


মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারকে মাত্র ১০ রানের লক্ষ্য দিয়েছিলো ল্যাঙ্কাাশায়ার। আর সেই লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে বসে নটিংহামশায়ার।  


ল্যাঙ্কাশায়ারের অজি পেসার জো মেনি নিয়েছেন ৩টি উইকেট। ৪ উইকেট খুইয়েই লজ্জার একটি বিশ্বরেকর্ড গড়েছে নটিংহামশায়ার। সর্বনিম্ন রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারানোর নজীর এর আগে ছিলো না প্রথম শ্রেণীর ক্রিকেটে। 


এই রেকর্ডটির মধ্য নিয়ে ১৭৩ বছরের পুরনো রেকর্ড নতুন করে লিখিয়েছে নটিংহামশায়ার। ১৮৪১ সালে কেন্টের বিপক্ষে সর্বনিম্ন ১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়েছিলো সাসেক্স। 


promotional_ad

উল্লেখ্য নটিংহামশায়ার এবং ল্যাঙ্কাশায়ারের মধ্যকার এই ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে ১৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিলো ল্যাঙ্কাশায়ার। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রান তুলতে সক্ষম হয় নটিংহামশায়ার।


পরবর্তীতে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ল্যাঙ্কাশায়ার। কিন্তু নটিংহামশায়ারের দুই পেসার হ্যারি গারনি এবং জ্যাক বলের তান্ডবে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ার।


গারনি একাই ৬টি এবং বল ৪টি উইকেট শিকার করেন। ৭৩ রানে গুঁটিয়ে যাওয়ায়  নটিংহামশায়ারের সামনে মাত্র ১০ রানের লক্ষ্য নির্ধারিত হয়। এই লক্ষ্য তাড়া করতে গিয়েই ৪ উইকেট হারিয়ে বিশ্বরেকর্ডের জন্ম দিলো দলটি 


সর্বনিম্ন রান তাড়া করে সর্বোচ্চ উইকেট হারানোর রেকর্ড- 


১০/৪ (লক্ষ্য ১০) নটস বনাম ল্যান্কস, ম্যানচেস্টার, ২০১৮
১২/৪ (১১) কেন্ট বনাম সাসেক্স, টাউন ম্যালিং, ১৮৪১
১৬/৭ (১৬) এনএসডাব্লিউ বনাম ভিক্টোরিয়া, মেলবোর্ন, ১৮৫৫-৫৬
১৮/৪ (১৮) হোয়াইট কন্ডিট অ্যান্ড এমএইচ বনাম হর্নচার্চ, হর্নচার্চ, ১৭৮৭
১৮/৫ (১৮) ল্যান্কস বনাম কেন্ট, ক্যাটফোর্ড, ১৮৭৫ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball