তামিম-বিজয়ের শেষ ঠিকানা কোথায়?

ছবি:

শনিবার আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) অনুষ্ঠেয় ড্রাফট থেকে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে দলে ভেড়ায় কলবাগান ক্রীড়াচক্র। কলাবাগানে তামিম সঙ্গী হিসেবে পাচ্ছেন মোহাম্মদ আশরাফুলকে।
যদিও ড্রাফটের শুরুতে অর্থাৎ প্রথম রাউন্ডে বাঁহাতি এই ওপেনারকে দলে নেয়ার জন্য কেউ আগ্রহ দেখায়নি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে তাকে লুফে নিতে ভুল করেনি কলাবাগান ক্লাবটি।
কিন্তু শোনা যাচ্ছে কলাবাগানের জার্সিতে নয় মূল পর্বে অন্যদলের জার্সিতে দেখা যাবে তামিমকে। তাকে দলে নিতে মরিয়া হয়ে আছে মুশফিকুর রহিমের লিজেন্ডস অফ রুপগঞ্জ।

অন্যদিকে গেলবার গাজি গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা উইকেট রক্ষক আনামুল হক বিজয়কে ড্রাফট থেকে দলে নিয়েছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। কিন্তু শেষ পর্যন্ত বিজয়কে দেখা যেতে পারে আবাহনী লিমিটেডে।
বিজয়কে দলে নিতে খেলাঘরের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আবাহনী। ড্রাফটে পাওয়া খেলোয়াড়দের অদল-বদল করা প্রসঙ্গে প্লেয়ার্স ড্রাফট শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) নতুন চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন,
‘আমরা এবার একটি ক্লজ রেখেছি, যেখানে দুটি ক্লাব ইচ্ছে করলে আলোচনার ভিত্তিতে খেলোয়াড়দের বদল করতে পারবে।’