promotional_ad

৪৩ বছর পর্যন্ত খেলবেন ট্রেসকথিক!

মার্কাস ট্রেসকথিক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকথিক। তবে দেশের হয়ে খেলা ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে কাউন্টি দল সমারসেটের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। 


এই ক্রিকেটারের সাথে ১ বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে সমারসেট। সুতরাং ৪৩ বছর বয়স পর্যন্ত দলটির সাথেই থাকছেন তিনি। সাম্প্রতিক কালে সাদা বলের ক্রিকেটের থেকে লাল বল অর্থাৎ চার দিনের ম্যাচ খেলার প্রতিই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রেসকথিক।


promotional_ad

গত তিন বছর থেকে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ না খেলা এই ইংলিশ ব্যাটসম্যান নিজেকে নতুন করে চিনিয়েছেন দীর্ঘ পরিসরের ম্যাচে। ২০১৭ সালে সমারসেটের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ৫০ শতক হাঁকানোর রেকর্ড গড়েন ট্রেসকথিক।


এবার নতুন করে আবারও নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন বর্তমানে ৪২ অতিবাহিত করা এই ইংলিশম্যান। ট্রেসকথিকের আগে ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার গ্রায়াম গুচ এবং জন এমবুরি ৪৩ বছর বয়স পর্যন্ত ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন। ১৯৯৭ সালে ৪৪ বছর বয়সে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই দুই ক্রিকেটার। 


উল্লেখ্য ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় ট্রেসকথিকের। এরপর ছয় বছরের ক্যারিয়ারে মোট ১২৩ টি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি।


যেখানে ৩৭.৩৭ গড়ে তাঁর সংগ্রহ ৪৩৩৫ রান। ওয়ানডের পাশাপাশি টেস্টেও ইংলিশদের ভরসার প্রতীক ছিলেন এই ওপেনার। অবসরের আগে ৭৬ টি টেস্টে প্রায় ৪৪ গড়ে ৫৮২৫ রান সংগ্রহ করেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball