promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান বেল

ছবিঃ- এএফপি
promotional_ad

ইংল্যান্ড জাতীয় দলের এক সময়কার দুর্দান্ত ব্যাটসম্যান ইয়ান বেল আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ৩৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। 


কিন্তু তিন ম্যাচের ওই সিরিজে ২-০ তে পরাজিত হয় ইংল্যান্ড। তারপর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। তবে ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট খেলে প্রায় ৪৩ গড়ে ৭৭২৭ করা এই ব্যাটসম্যান নিজেকে আবার ফিরে পেয়েছেন। 


সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার ব্যাটের ধারেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন তিনি। ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশেয়ারের হয়ে ৮ ম্যাচ খেলে ৫২.৪২ গড়ে ৬৬৫ রান করেছেন তিনি


promotional_ad

জাতীয় দলে ফেরা নিয়ে বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি আপনি আমাকে প্রশ্ন করেন তবে অবশ্যই বলব আমি আবার জাতীয় দলের হয়ে খেলতে চাই। গত বছর, আমি ভাল কোন অবস্থায় ছিলাম না। আমি ঠিকমতো ব্যাটিং করতে পারছিলাম না।'


'তখন আমার নিজের মনে অনেক প্রশ্ন জাগে যে এটি অবসর নেওয়ার সময় কিনা? আমি জানি না ঠিক কি ভেবেছিলাম; কিন্তু আমি ক্রিকেটেই ফিরে আসি এবং আমাদের ব্যাটিং কোচ টনি ফ্রস্টের সাথে নেট সেশনে অনুশীলন করি। ঠিক যেমনটা ব্যাটিং আমি তার আগের দুই বছরে করেছি।'


তবে ইংল্যান্ডের বর্তমান মিডেল অর্ডারে জায়গা করে নেওয়াটা বেশ কঠিন হবে বেলের জন্য। কেননা নিয়মিতই রান পাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। তবে বেল তার সাম্প্রতিক ফর্ম থেকে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball