মালানের অভিষেক সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড

ছবি:

অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি জো রুটের ইংল্যান্ড। পাচ ম্যাচের সিরিজে ২-০'তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই ইংলিশদের বিপক্ষে পার্থে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছিল অজিরা।
তবে প্রথম দিন টস ভাগ্যটা স্বাগতিকদের পক্ষে যায়নি। আর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে মিডেল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালানের শতক এবং জনি বেয়ারস্টোর অর্ধশতকে ৪ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অজিদের পক্ষে মিচেল স্টার্ক নেন ২টি করে উইকেট।
এর আগে দিনের শুরুতে জো রুটের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ক্যারিয়ারের দেড়শোতম টেস্ট খেলতে নামা সাবেক ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক। প্রথম দুই টেস্টের মত এই টেস্টেও ব্যাট হাতে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তিনি।
মিচেল স্টার্কের বলে লেগ বিফরে ফাঁদে পড়ে আউট হওয়ার আগে করেছেন মাত্র ৭ রান। দলীয় ২৬ রানে ১ উইকেট হারিয়ে বসা ইংলিশরা রক্ষা পায় জেমস ভিন্স এবং ওপেনার মার্ক স্টোনম্যানের ব্যাটে।

এই দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন। কিন্তু ২৫ রান করে ভিন্স বিদায় নিলে খানিক পর ২০ রান করে বিদায় নেন অধিনায়ক জো রুটও। তবে ইংলিশদের হয়ে একপ্রান্ত আগলে ধরে ব্যাট করতে থাকেন ওপেনার স্টোনম্যান।
তুলে নেন নিজের ফিফটি। তবে অর্ধশতক হাঁকানোর পর ইনিংসটাকে লম্বা করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। ফিরেছেন স্টার্কের শিকার হয়ে ৫২ রান করে।
দলীয় ১৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসা ইংলিশরা যখন ব্যাকফুটে তখন জনি বেয়ারস্টোর সঙ্গে হাল ধরেন ডেভিড ম???লান। এই দুজন মিলে লাঞ্চের পর ব্যাট করে চা বিরতিতে চান।
চা বিরতির পর সাহসীভাবে ব্যাট করে দুজনই তুলে নেন ফিফটি। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ার পাশাপাশি দেখে শুনে খেলে মালান তুলে নেন তার অভিষেক টেস্ট শতক।
এরপর আর কোন উইকেট না হারিয়ে ৪ উইকেটে ৩০৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ইংলিশরা। ডেভিড মালান ১১০ এবং জনি বেয়ারস্টো ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।