promotional_ad

নিউজিল্যান্ড থেকে এসেই বিপিএলে খেলতে নামবেন বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। এই ম্যাচেই দলটির হয়ে মাঠে দেখা যাবে বাবর আজমকে। এরই মধ্যে বাংলাদেশের বিমানে চড়ে ইন্সটাগ্রামে নিজের স্টরি দিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। এভাবেই বিপিএলে আসার জানান দিয়েছেন তিনি।


পাকিস্তানি এই ব্যাটারকে পেতে মুখিয়ে আছেন রংপুর ফ্র্যাঞ্চাইজিও। দলটির প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন তারা আগেই জানতেন বাবরকে তারা দ্বিতীয় ম্যাচ থেকেই পাবেন। তিনি আসায় দলের ভারসাম্য বাড়বে বলে আশবাদী রংপুরের কোচ। রবিবার নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে পাকিস্তানের। শেষ ম্যাচ জিতলেও তাদের সিরিজ  হারতে হয়েছে ৪-১ ব্যবধানে। সেখান থেকেই বাংলাদেশের ফ্লাইট ধরেছেন বাবর।


promotional_ad

পাকিস্তানি এই ব্যাটারকে নিয়ে সোহেল ইসলাম বলেন, 'ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবেন সে। জানেন যে বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এটা তো অবশ্যই দলের জন্য ভালো।'


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

৮ জুলাই ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

অবশ্য প্রথম ম্যাচের পরই দুঃসংবাদ পেয়েছে রংপুর। চোখের সমস্যার কারণে অনির্দিষ্টকালের অন্য ছিটকে গিয়েছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের সমস্যা থেকে পরিত্রাণ পেতে এরই মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গেছেন তিনি। সোহেল ইসলাম জানিয়েছেন সাকিবের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


রংপুরের এই কোচ বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।'


সাকিবকে না পেলেও দল হিসেবে খেলতে চায় রংপুর। সেই প্রত্যাশা সামনে রেখে সোহেল ইসলাম বলেন, 'আসলে আমরা যখন দল বানাই বা তৈরি করলাম... এটা হতেই পারে। খেলোয়াড় ইনজুরিতে থাকতে পারে, চলে যেতে পারে। যতই নাম থাকুক না কেন রংপুর রাইডার্সের যে ব্যাপারটা আমরা দল হিসেবে খেলতে চাই। প্রত্যেকটা ম্যাচেই ৭-৮ জন খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, পারফরম্যান্স করবে দলের জেতার জন্য। আমরা আসলে দল হিসেবেই খেলতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball