আইসিসির প্রধান হোক সৌরভ, চাওয়া স্মিথের

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান গ্রায়েম স্মিথ।


করোনা পরবর্তী যুগে এই পদটির জন্য সৌরভকে উপযুক্ত ব্যক্তিত্ব মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। মূলত সৌরভের সংঘটন পরিচালনার দক্ষতা আকৃষ্ট করেছে স্মিথকে।


promotional_ad

বৃহস্পতিবার এক টেলিকনফারেন্সে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক স্মিথ বলেন, “সঠিক ব্যক্তির আইসিসি প্রধান হওয়াটা খুবই জরুরি। কোভিড-১৯ পরবর্তী ক্রিকেটের জন্য দৃঢ় নেতৃত্বের প্রয়োজন। আধুনিক ক্রিকেটের নেতৃত্বগুণসম্পন্ন কারো ওই পদে যাওয়ার এখনই উপযুক্ত সময়।


আমাদের মনে হয়, আইসিসির সভাপতি হিসেবে সৌরভ অসাধারণ হবে। এতে ক্রিকেটের মঙ্গল হবে। সে খেলা খুব ভালো বোঝে, সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, সে সম্মানিত এবং তাঁর নেতৃত্ব দিয়ে সে ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।”


ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতির দায়িত্বে সৌরভ ছিলেন পাঁচ বছর। তারপর গত বছরের অক্টোবরে ১০ মাসের জন্য বিসিসিআইয়ের দায়িত্ব নেন সৌরভ।


আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি মাসের শেষদিকে। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই তাঁর, এমনটা বহু আগেই জানিয়েছেন মনোহর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball