টি-টুয়েন্টিতেও লজ্জা পেল অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
পাকিস্তানঃ ১৫৫/৮, ২০ ওভার (বাবর আজম ৬৮*, মোহাম্মাদ হাফিজ ৩৯) বিলি স্ট্যানলেকে (২১/৩)
অস্ট্রেলিয়াঃ ৮৯ অল আউট, ১৬.৫ ওভার ( নাথান কুল্টার নাইল ৩৪*, অ্যাস্টন অ্যাগার ১৯) ইমাদ ওয়াসিম (২০/৩)

টেস্ট সিরিজে ব্যর্থতার পর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতেও পাকিস্তানের কাছে পাত্তা পায়নি সফরকারী অস্ট্রেলিয়া। ৬৬ রানের বড় ব্যবধানে হেরেছে অ্যারণ ফিঞ্চের দল। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অজিরা অল আউট হয় মাত্র ৮৯ রানে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়তে হয় অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে। স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই উপরের সারির ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসে দলটি।
অজিদের ব্যাটিং অর্ডারে ধ্বস নামান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বাঁহাতি এই অফ স্পিনারের শিকার ৩ উইকেট। তাঁকে সঙ্গ দেয়া পেসার ফাহিম আশরাফ শিকার করেন ২টি উইকেট।
শেষের দিকে নাথান কুল্টার নাইল ৩৪ রান যোগ করলেও মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিংয়ের জন্য ইমাদ ওয়াসিম পান ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাবর আজমের ৬৮ এবং মোহাম্মাদ হাফিজের ৩৯ রানের উপর ভর করে ৮ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় পাকিস্তান। অ্যান্ড্রু টাই এবং বিলি স্ট্যানলেকে নেন ৩টি করে উইকেট।