ব্যাকফুটে অস্ট্রেলিয়া, চালকের আসনে পাকিস্তান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
পাকিস্তানঃ
প্রথম ইনিংসঃ ২৮২ অল আউট (ফখর জামান ৯৪, সরফরাজ আহমেদ ৯৪), নাথান লায়ন (৭৮/৪)
দ্বিতীয় ইনিংসঃ ১৪৪/২ ৪৪ ওভার (আজহার আলি ৫৪*, ফখর জামান ৬৬), মিচেল স্টার্ক (২২/১)

অস্ট্রেলিয়াঃ
১৪৫ অল আউট (অ্যারণ ফিঞ্চ ৩৯, মিচেল স্টার্ক ৩৪), মোহাম্মাদ আব্বাস (৩৩/৫)
বর্তমান অবস্থাঃ দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের লিড ২৮১ রান।
আবু ধাবি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান। তাঁদের লিড গিয়ে দাঁড়িয়েছে ২৮১ রানে।
অভিষেক টেস্ট খেলতে নামা ফখর জামান দ্বিতীয় ইনিংসেও হাঁকিয়েছেন ফিফটি। কিন্তু ব্যক্তিগত ৬৬ রানে সাজঘরে ফিরতে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে। এছাড়া আজহার আলি ৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
এর আগে ২ উইকেটে ২০ রান নিয়ে খেলতে নেমে পাকিস্তানের পেসার মোহাম্মাদ আব্বাসের বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে অজিরা গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে।
৩৩ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন আব্বাস আর অফ স্পিনার বিলাল আসিফ নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। লোয়ার অর্ডারে মিচেল স্টার্ক যোগ করেন গুরুত্বপূর্ণ ৩৪ রান
এর আগে প্রথম ইনিংসে ফখর জামান এবং সরফরাজ আহমেদের ৯৪ রানের উপর ভর করে ২৮২ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। নাথান লায়ন অস্ট্রেলিয়ার পক্ষে একাই নিয়েছিলেন ৪ উইকেট।
আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ১৪৪ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন মোহাম্মাদ হাফিজ। আজহার আলির সঙ্গে ১৭ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন হারিস সোহেল।