promotional_ad

সেরা রান সংগ্রাহকের তালিকায় ইংলিশদের আধিপত্য

বেয়ারস্টো, রুট ও রয়
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আধিপত্য বিস্তার করছেন ইংলিশ ব্যাটসম্যানরা। এই তালিকায় প্রথম তিন ব্যাটসম্যানই ইংল্যান্ডের। এরপরের চার এবং পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় দুই ব্যাটসম্যান।


অপরদিকে তালিকায় সবার উপরে রয়েছে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। এ বছর ২১ টি ম্যাচ খেলে এই ব্যাটসম্যান ৪৮.৬১ গড়ে ১০২১ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে রয়েছে চারটি শতক এবং দুটি অর্ধশতক। 



promotional_ad

এরপর দ্বিতীয় স্থানে আছেন তাঁরই স্বদেশী জো রুট। বেয়ারস্টোর সমান সংখ্যক ২১ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৬৪ গড়ে ৮৯৬ রান। যেখানে রয়েছে তিনটি শতক এবং পাঁচটি অর্ধশতক। তৃতীয় স্থানে আছেন আরেক ইংলিশ ক্রিকেটার জেসন রয়।


মারকুটে এই ওপেনার এ বছর খেলেছেন ১৯ টি ম্যাচ। যেখানে ৪২.৩১ গড়ে করেছেন ৮০৪ রান। রয়েছে তিনটি শতক এবং একটি অর্ধশতক। তালিকার চতুর্থ স্থানে আছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এবছর ১৪ টি ম্যাচ খেলে ৬০.৩৮ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৮৫ রান। রয়েছে তিনটি শতক এবং দুটি অর্ধশতক। 


তালিকার পঞ্চমে অবস্থান ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। এবছর অবশ্য যদিও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও ছিলেন বিশ্রামে। তবে এরপরেও ব্যাট হাতে দারুণ করেছেন তিনি। 



সর্বমোট মাত্র নয়টি ম্যাচ খেলে ১২৪.৮৩ গড়ে ৭৪৯ রান করেছেন কোহলি। হাঁকিয়েছেন তিনটি শতক এবং তিনটি অর্ধশতক। যার মধ্যে একটি ম্যাচে ১৬০ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball