বিশ্বকাপ ভাবনায় কক্সবাজারে পাকিস্তান সিরিজ

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চারটি টি-টুয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান নারী দল। প্রথমে খুলনায় ভেন্যু নির্ধারণ করা হলেও পরবর্তীতে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।


সাগর পাড়ের পরিবেশের সাথে ক্রিকেটারদের অভ্যস্ত করতেই মূলত এই পরিবর্তনটি করা হয় । কারণ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ২০১৮ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের এবারের আসরটি বসতে যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।


সেই দিক বিবেচনা করেই এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নারী দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন, দলের সকলেরই ইচ্ছা ছিল কক্সবাজারে খেলার। শুধু তাই নয়, কক্সবাজারে সব ধরণের সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছেন এই ম্যানেজার।


'আমাদের প্রথম পছন্দ ছিল কক্সবাজারে খেলা। কেননা ওয়েস্ট ইন্ডিজে আমাদের সেই ধরণের পরিবেশে খেলতে হবে। এছাড়া সেখানে হোটেল থেকে মাঠ অনেক কাছে, যাওয়া সহজ। আবহাওয়া তো আমাদের হাতে নেই। তবে আশা করছি সেখানকার গ্রাউন্ড স্টাফদের সহযোগিতা পাব।'


promotional_ad

অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হবে সিরিজটি। প্রথম টি-টুয়েন্টির পর ৩, ৪ এবং ৬ অক্টোবর বাকি তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৮ই অক্টোবর সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়ে শেষ হবে আসন্ন এই সিরিজটি।


বাংলাদেশ-পাকিস্তান (নারী দল) সিরিজের সময়সূচীঃ


বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টুয়েন্টি - ১ অক্টোবর


বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি - ৩ অক্টোবর


বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টুয়েন্টি - ৪ অক্টোবর


বাংলাদেশ-পাকিস্তান চতুর্থ টি-টুয়েন্টি - ৬ অক্টোবর


বাংলাদেশ-পাকিস্তান একমাত্র ওয়ানডে - ৮ অক্টোবর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball