পরাজয় হজম হচ্ছে না উইন্ডিজ কোচের

ছবি: স্টুয়ার্ট ল এবং জেসন হোল্ডার

টেস্ট সিরিজে দাপুটে জয়ের পর ওয়ানডে সিরিজে টাইগারদের বিপক্ষে পরাজয় অনেক বেশি হতাশাজনক। ঘরের মাঠে সিরিজ হারা একদমই উচিত হয়নি ক্যারিবিয়ানদের, এমনটাই মনে করছেন দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল।
তাঁর মতে, দ্বিতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজেও ভালো অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে তার দল লড়াই করেই হেরেছে বলে বিশ্বাস উইন্ডিজ কোচের। এ প্রসঙ্গে তিনি বলেন,
'এটা খুবই হতাশাজনক। আমরা ভালো একটি অবস্থানে ছিলাম কিন্তু ভালোভাবে শেষ করতে পারিনি। গতকালের ম্যাচে অনেক লড়াই করেছি। যাই হোক আমাদের এখনও অনেক শেখার আছে। আমরা যেভাবে খেলতে চাচ্ছি তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কিছুটা সময়েরও প্রয়োজন।'

সিরিজ পরাজয়ে হতাশ হলেও এ নিয়ে চিন্তিত নন সাবেক অজি এই ক্রিকেটার। বর্তমানে তিনি আসন্ন ২০১৯ বিশ্বকাপ নিয়েই বেশি ভাবছেন। তিনি মনে করেন তাঁর দলের খেলোয়াড়রা বিশ্বকাপের মতো বড় আসরে খেলা বেশি উপভোগ করে থাকেন। তাঁর ভাষায়,
'আমি চিন্তিত নই। এই পর্যায়ে এসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত না। আপনি এখন ওয়ানডে খেলছেন এবং আপনি বিশ্বকাপে খেলবেন, বিষয় দুটি সম্পূর্ণই আলাদা। অবশ্যই বিশ্বকাপ অনেক বড় একটি আসর। আমাদের অনেক ক্রিকেটার এমন বড় আসরে আগেও খেলেছে এবং তাঁরা সেখানে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে।'
একইসাথে বাংলাদেশকে ক্রিকেট বিশ্বের ভালো একটি দল হিসেবেও আখ্যা দিয়েছেন স্টুয়ার্ট ল। তবে বিশ্বকাপের পূর্বে টাইগারদের কাছে হারা যেন হজমই করতে পারছেন না তিনি।
'এই মুহূর্তে বাংলাদেশের কাছে এভাবে হারা আমাদের উচিত হয়নি। তারা অবশ্যই ক্রিকেটে ভালো একটি দল। কিন্তু আমি মনে করি আমাদের যে সব প্রতিভাবান ক্রিকেটার আছে তারা বিশ্বের অন্য সব ক্রিকেট খেলা দেশ থেকে ভালো।'