সহজেই শেষ করা উচিত ছিল এই ম্যাচঃ মাশরাফি

ছবি:

তীরে এসে তরী ডুবানোর বাজে স্বভাব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের। একই ভুল বার বার করে চলেছে টাইগাররা।
বিগত ৪-৫ বছরে বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ হাতে থাকার পরও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলটিকে।
সব মিলিয়ে এ যেন এই বাজে অভ্যাসে পরিণীত হয়েছে তাদের কাছে। ২০১২ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মুহূর্তে হেরে গিয়েছে টাইগাররা।
এরপর চলতি বছর নিদাহাস ট্রফির ফাইনালে এসেও একই কান্ড ঘটিয়েছেন তারা। আর বুধবার উইন্ডিজদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা গিয়েছে একই চিত্র।

তাই সব মিলিয়ে প্রশ্ন উঠে আসছে বাংলাদেশ দলের ফিনিশিং দক্ষতা নিয়ে। এদিন ৬ বলে ৮ রান প্রয়োজন ছিল তাদের, কিন্তু শেষ পর্যন্ত ৩ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফি বাহিণী।
আর অধিনায়ক মাশরাফি নিজেও বারবার কাছে গিয়ে হেরে যাওয়াতে হতাশ। তিনি মনে করেন এখান থেকে ম্যাচ হারার মত অবস্থায় ছিল না তার দল। মাশরাফি জানান,
''এই ধরনের ম্যাচ হারা তো অবশ্যই হতাশার। শেষ ১৩ বলে ১৪ রান লাগবে, ৬ উইকেট হাতে। ওখন থেকে ম্যাচ হারার কথা নয়। আর এমন না যে এটা প্রথমবার হলো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হলো। এটাই বেশি হতাশার। আমরা বারবার ভুল থেকে হয়ত শিখছি না। সহজেই শেষ করা উচিত ছিল এই ম্যাচ।”
সেই সঙ্গে মাশরাফি আরও মনে করেন এমন পরিস্থিতিতে স্নায়ু চাপ ধরে রাখতে শিখতে হবে তার দলের খেলোয়াড়দেরকে। মাশরাফি আরও জানান,
“এখানে আসলে কি বলব… টেকনিক্যাল না মেন্টালি, ব্যাখ্যা করা কঠিন। এমন যদি হতো যে ১২ বলে ২০ রান লাগবে, অন্য কথা ছিল। কিন্তু ১৩ বলে যখন ১৪ লাগবে, তখন টেকনিক্যাল বা মেন্টাল কোনোটিই বলা কঠিন।”
“তবে সত্যিকার অর্থে বললে, আমরা এই ধরনের ভুল বারবার করছি। এই ধরনের পরিস্থিতিতে হয়ত নার্ভ আরও সহজ রাখা যেত। বল প্রতি রান দরকার ছিল। এক এক করে রান নিয়েই শেষ করা যেত, যেটা আমরা করতে পারিনি।”