জিম্বাবুয়েকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল পাকিস্তান

ছবি:

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় সফরকারীরা।
এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তানী বোলারদের তোপের মুখে পরে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। একের পর এক ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন।
পেসার ফাহিম আশরাফের আগুনে বোলিংয়ে ২৫.১ ওভারেই মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন ব্যাটসম্যান চামু চিবাবা।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। ফাহিম আশরাফ পাকিস্তানের হয়ে ২২ রান দিয়ে নেন ৫ উইকেট।
৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ইমাম উল হক।কিন্তু এরপর আর কোন উইকেট হারায়নি তারা। ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সরফরাজ বাহিনী।
দলের পক্ষে ২৪ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন ওপেনার ফখর জামান। এছাড়াও বাবর আজমের ব্যাট থেকে আসে ১৯ রান।